হয়তো কিছু নাহি পাবো..
Tech Support:
জী! বলুন...কি ভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি?
Customer:
হুমমম...অনেক চিন্তা ভাবনা করে এবার ঠিক করেছি নিজের মাঝে ভালবাসা install করবো। আপনি কি আমাকে ধারাবাহিক ভাবে পথ নির্দেশনা দিতে পারবেন?
Tech Support:
আপনি ঠিক স্থানে এসেছেন। আমি অবশ্যই আপনাকে সাহায্য করতে পারবো।
আপনি কি প্রস্তুত?
Customer:
...আমি প্রযুক্তি নিয়ে তেমন পারদর্শী নই, কিন্ত মনে হচ্ছে আমি প্রস্তত।
আমাকে প্রথমে কি করতে হবে?
Tech Support:
প্রথম ধাপ - আপনি হৃদয়টাকে open করুন।
আপনি কি আপনার হৃদয়ের অবস্থান খুঁজে পেয়েছেন?
Customer:
হ্যাঁ, কিন্তু আরও কিছু programs এখনো run করছে।
ভালবাসা install করতে কি তবে সমস্যা হবে?
Tech Support:
কি programs এখনো run করছে একটু বলবেন কি?
Customer:
...হুমমম ...অতীত মনোকষ্ট, হীন মন্যতাবোধ, ঈর্ষা, ক্ষোভ, ক্রোধ...এখনো run করছে...
Tech Support:
কোন সমস্যা নেই।
ভালবাসা, আপনার বর্তমান operating system থেকে অতীতের সব মনোকষ্ট-বেদনা মুছে ফেলবে । হয়তো তা আপনার ROM এ আজীবন রয়ে যাবে, কিন্তু অনান্য programs এর জন্য তা কোন বাঁধা সৃষ্টি করবে না।
ভালবাসা ধীরে ধীরে হীনমন্যতা বোধকেও override করবে আত্ন-শ্রদ্ধাবোধ নামক তার নিজস্ব একটা module এর সাহায্যে।
কিন্তু, যে ভাবেই হোক...আপনাকে ঈর্ষা, ক্ষোভ, ক্রোধ সম্পূর্ণ ভাবে off করতে হবে। এই programs গুলো ভালবাসাকে পুরোপুরি install হওয়া থেকে বিরত রাখে।
আপনি কি এই programs গুলো এখনো off করেছেন?
Customer:
...আমি জানি না কিভাবে এগুলো off করবো। আপনি আমাকে সাহায্য করুন।
Tech Support:
নিশ্চয়ই!!
আপনার start menu তে যান , তারপর ক্ষমা select করুন।
একই ভাবে বার বার select করুন যতক্ষণ পযর্ন্ত না ঈর্ষা, ক্ষোভ, ক্রোধ সম্পুর্ণ ভাবে delete হচ্ছে।
Customer:
হ্যাঁ, কাজ হচ্ছে!!
ভালবাসা install হতে শুরু করেছে।
এটাই কি স্বাভাবিক?
Tech Support:
জী
তবে মনে রাখবেন এটি শুধুমাত্র একটি base program...আপনাকে নিয়মিত upgrades পাওয়ার জন্য অন্যদের হৃদয়ের সাথে যুক্ত হতে হবে ।
Customer:
Oops! আমাকে এখনই একটি error message দেখাচ্ছে
তা বলছে, "Error - program not run on external components"।
এখন কি হবে?
Tech Support:
চিন্তা করবেন না।
এর অর্থ হচ্ছে, ভালবাসা program টির set up সম্পূর্ণ হয়েছে কিন্তু তা এখনো আপনার হৃদয়ে run করেনি। তাই আপনাকে অন্যকে ভালবাসার আগে নিজেকে ভালবাসতে হবে , তবেই
program টি ঠিক মত run করতে শুরু করবে।
Customer:
তাহলে এখন আমি কি করবো?
Tech Support:
আপনি আত্ন-তৃপ্তি folder টি খুঁজে বের করুন, তারপর পরবর্তী তিনটি files select করুন,
১। নিজেকে ক্ষমা করুন,
২। আপনার গুরুত্ব উপলব্ধি করুন,
৩।
নিজের সীমাব্ধতা মেনে চলুন।
Customer:
হ্যাঁ, করেছি।
Tech Support:
এখন এই file গুলো copy করুন "আপনার হৃদয়" directory তে। আপনাকে আরো delete করতে হবে যে সব files তা হল নিজের সাথে Negative কথোপকথন, অন্যের খুঁত ধরা এবং সব directory থেকে Recycle Bin শূণ্য করতে হবে। দেখবেন আপনার system নিজ থেকে যে কোন conflicting files শুদ্ধ করবে।
Customer:
বুঝেছি !!
আমার হৃদয় নতুন সব files দিয়ে ভরে যাচ্ছে।
একটি মিষ্টি হাসি আমার monitor এ খেলা করছে,তারপর শান্তি আর তৃপ্তি নিজ থেকেই copy হচ্ছে আমার হৃদয়ে। এটাই কি স্বাভাবিক?
Tech Support:
হুমমম...
অনেকের ক্ষেত্রে install করতে বেশ অনেকটা সময় দরকার হয়, কিন্তু ধীরে ধীরে এক সময় সব ঠিক মত কাজ করতে শুরু করে। আর আরেকটি কথা, মনে রাখবেন ভালবাসা একটি Freeware। তাই সবার মাঝে এর বিভিন্ন modules বিতরণ করতে ভুলবেন না।
এভাবে আপনিও ফিরে পেতে পারেন কিছু cool modules এবং ভালবাসায় Upgrades।
Customer:
আমি কথা দিচ্ছি তা ঠিক মত পালন করবো।
কিন্তু যাওয়ার আগে আরেকটি কথা, আপনার নামটি তো জানা হল না...
Tech Support:
আমাকে স্বর্গীয় Cardiologist অথবা "I AM." বলে ডাকতে পারেন।
এমন মানুষ আছে যারা ভাবেন বার্ষিক একবার checkup করলেই তাদের হৃদয় সুস্থ থাকবে,
কিন্তু প্রস্তুতকারক(ME) মনে করেন দৈনন্দিন maintenance এর মাধম্যে maximum ভালবাসার efficiency পাওয়া যাবে।
***************************************************
কিছু ইংরেজী শব্দের উপযুক্ত বাংলা শব্দ না পাইয়া তা এই ভাবেই পেশ করা হইলো ...............
***************************************************
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।