আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ম মানুষ মানবতাবোধ

সাদা-সিধে একজন মানুষ আমরা কথায় কথায় ধর্মের বুলি কপচাই। আমার ধর্ম আমাকে এই শিখাইসে, সেই শিখাইসে। ধর্মই মানবতাবোধ শেখায়, নৈতিকতা শেখায়। কিন্তু একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঢোকে না, মানবতাবোধ কিংবা নৈতিকতা শিখতে হলে ধর্মের আশ্রয় নিতে হবে কেন! আমি মানুষ না? তাহলে আমার মধ্যে এই সামান্য বোধটুকু কাজ করবে না কেন! আমরা কথায় কথায় উদাহরণ দেই, নবীজী আমাদের শিক্ষা দিয়েছেন, মানুষের প্রতি সদয় হও, গরিবকে সাহায্য কর, মারামারি-হানাহানি করো না। নবীজী বলেছেন, তাই আমরা করবো।

নইলে পাপ হবে। কেন নবীজীর উদাহরণ দিতে হবে? এই বোধটুকু আমার নিজের মধ্যে কাজ করবে না কেন! তাহলে আমি কিসের মানুষ! একজন মানুষকে কষ্ট পেতে দেখলে আমাকে আগে কেন মনে করতে হবে, আমার ধর্ম কি বলছে? কেন আমার নিজেরও কষ্ট হবে না, আর সেই বোধ থেকে আমি ওই মানুষটার কষ্ট দূর করার চেষ্টা করবো না! আমার ঘরের দরজায় একজন মানুষ ক্ষুধায়-তৃষ্ণায়, রোগে-শোকে কষ্ট পাবে, আর আমি কোণায় বসে হিসাব করতে ধরবো যে সে হিন্দু না মুসলিম না বৌদ্ধ-খ্রিস্টান। আমার ধর্ম নাকি বিধর্মীদের সাহায্য করার অনুমতি দেয় নাই। আমার ধর্মের না হলে তার কষ্ট আমার জন্য কোন অনুভূতির জন্ম দিবে না, বরং আমি আনন্দে বিগলিত হবো। এরজন্যই কি সৃষ্টিকর্তা আমাদের মানুষ হিসেবে তৈরি করেছেন? চারটে পায়ের বদলে দুটো হাত আর দুটো পা দিয়েছেন।

মাথায় মস্তিষ্ক নামে একটা বস্তুর সৃষ্টি করেছেন । হৃদয় নামক একটা অনুভূতির জন্ম দিয়েছেন! আমরা কথা বলতে আর লিখতে-পড়তে শিখেছি, আনন্দে হাসতে আর দুঃখে কাঁদতে শিখেছি। আমার একবারও মনে হবে না সবকিছুর ঊর্ধ্বে একজন মানুষ, আমারই মত একজন মানুষ আমার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। সেই বোধটুকু তৈরি হতেও ধর্মের দোহাই দিতে হবে! রাগ হয়ে গেল তো মারো.....কাটো.....ওই হিন্দুকে, মুসলমানকে, বৌদ্ধ আর খ্রিস্টানকে.......এতই সহজ! তৈরি করে দেখাও দেখি একটা প্রাণ। তৈরি করে দেখাও দেখি একটা মুসলমান নয় হিন্দু।

যা তৈরি করবার ক্ষমতা তোমার নাই, যার সৃষ্টি রহস্য উদঘাটন করবার মুরোদ তোমার নাই, তা ধ্বংস করবার সাহস তোমার আসে কোত্থেকে? কে দিয়েছে সেই অধিকার? আমার ধর্ম, আমার বিশ্বাস আমার কাছে। আমি বিশ্বাস করি আল্লাহ এক, অদ্বিতীয়। আমি সেই বিশ্বাসেই চলি। আপনার বিশ্বাসটাও আপনার। আমি যেমন আশা করি আমার বিশ্বাসকে আপনি শ্রদ্ধা করবেন, তেমনি আপনার বিশ্বাসকেও আমি শ্রদ্ধা করি।

ধর্মের দেয়াল তো আমাকে মানুষ আর আপনাকে অমানুষ করে তৈরি করে নাই। আমারও যেমন দুটো হাত, দুটো পা, চিন্তা করবার জন্য একটা মস্তিষ্ক, অনুভব করবার জন্য একটা হৃদয় আছে, আপনারও তাইতো আছে। সব ধর্মেরই মূল কথা, "সেই তিনি একজনই"। একজনই তৈরি করেছেন হিন্দু-বৌদ্ধ-মুসলিম-খ্রিস্টান। এবং সেই একজন আমাদের কোন অধিকার দেন নাই তাঁর সৃষ্টিকে ধ্বংস করবার।

ধর্মের দোহাই দিয়ে মারামারি, কাটাকাটি করবার। এই সামান্য কথাগুলো বুঝতে, উপলব্ধি করতে ধর্মের আশ্রয় কেন নিতে হবে! আমি মানুষ....এই বোধটুকু দিয়েই তিনি আমাদের তৈরি করেছেন। হুজুগে পড়ে আমরা অমানুষ হয়ে যাই। যারা ধর্মের দোহাই দিয়ে চরমতম অধর্ম করে বেড়ায় তাদের প্রতি ভয়ংকর ঘৃণা ছাড়া আর কিছু নাই। খুব রাগ, কষ্ট, আর ঘৃণাবোধ থেকে এইসব লিখছি।

দয়া করে কোন গলাবাজ ধার্মিক এসে বলবেন না 'এ ব্যাটাতো একটা নাস্তিক, ধর্মকে অবমাননা করে। গালি দাও এরে, ব্যান করো, ব্লা ব্লা ব্লা'। আমি আমার ধর্মকে ভালভাবে জানি আর বিশ্বাস করি বলেই এই কথাগুলো জোর গলায় বলতে পারছি। আমি জানি এবং বিশ্বাস করি আমার ধর্ম আমাকে কোন হিংসা, মারামারি-হানাহানি শেখায় নাই। দয়া করে কোন নাস্তিকও এসে সুযোগ সন্ধান করার চেষ্টা করেন না যে ধর্মেরই সব দোষ।

পৃথিবীর কোন ধর্মই অশান্তির শিক্ষা দেয় নাই। সব ধর্মই পৃথিবীতে এসেছে শান্তির বার্তা নিয়ে। এই দুটো দলের প্রতিই ঘৃণা জানালাম যারা ভুলে যায়, সবার উপরে মানুষ আর মনুষ্যত্বই শ্রেষ্ঠ। নিজেদের স্বার্থ-সিদ্ধির জন্য যারা মানবতাবোধকে বিসর্জন দেয়। আঘাত করে অন্যের বিশ্বাসকে, অনুভূতিকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.