২০/০৫/২০১০ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি.তে সন্ধ্যায় বাঁধন কার্যালয়ে গিয়েছিলাম এক বড় ভাইয়ের বাবার জন্য রক্ত সংগ্রহের প্রয়োজনে। টি.এস.সি.র এক কর্মচারী একটি হুতোম পেঁচা খাঁচাসহ বিক্রির জন্য এনেছেন। পেঁচাটির দাম হাঁকা হচ্ছে ১০০০ টাকা। অনেকেই এসে পেঁচাটি দেখছেন। কেউ কেউ ছবিও তুলছেন, কেউ কেউ পেঁচাটির খাঁচা দরে ঝাঁকি দিচ্ছেন যাতে পেঁচাটি চোখ মেলে তাকায়।
একজন পেঁচাটি কিনতে খুব আগ্রহ প্রকাশ করলেন। অবশেষে তিনি পেঁচাটি কিনেও নিয়ে গেলেন।
পেঁচা তো বিলুপ্তপ্রায় একটি নিশাচর প্রাণী। ওরা রাতে খাবার শিকার করে। হয়তো কোনো অসাধু শিকারীর জালে আটকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি.তে খাঁচাবন্দি অবস্থায় ৮০০ টাকায় বিক্রি হয়েছে।
যেহেতু আমি ঢা.বি. ছাত্র নই তাই কোন কিছু বলতে ঝুঁকি নিলাম না। আমি আশা করছিলাম ঢা.বি. ছাত্ররা কেউ কোন পদক্ষেপ নিক। অবাকই হয়েছিলাম কেউ কিছু বলল না। বোধ হোয় মজাই পাচ্ছিল তারা। অবাক হই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত একটি জায়গায় বিলুপ্তপ্রায় একটি প্রাণী বিক্রির জন্য প্রদর্শন করা হয়, অথচ আমাদের বিবেক বাধা দেয়না।
কোন প্রতিবাদ করেনা।
মানবতাবোধ শব্দটি হৃদয় থেকে হয়তো হারিয়ে গেছে। মানুষ নিজেই মানবিক মূল্যবোধ হারিয়ে প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনছে। মানবতাবোধ জাগুক মানুষের মনে। বেঁচে থাকুক ঐ সব বিলুপ্তপ্রায় প্রাণীরা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।