আমি এম,বি,এ পড়ুয়া চাকুরিজীবি। কিন্তু তাতে কি চেহারা দেখলে কেউ বলবেনা যে ছেলের বিয়ের বয়স হয়েছে। এই নিয়েই ইদানিং পড়েছি মহা বিপদে কারণ এই মাসেই নাকি বাসা ছেড়ে দিতে হবে। তো বের হলাম আমরা চার জন বাসার খোঁজে, উত্তরা সেক্টর তিন থেকে তেরো শেষ। আপনাদের শোনানো যাক কে কি বললো।
এক দরোয়ান "মামারা বাড়ির মালিকের তিনডা যোয়ান মাইয়া আছে,হেরা ইংরাজী মিডিয়ামো ফড়ে-আমনেরাই কন দেহি কেমনে দিব?"এবার শিক্ষিত এক দারোয়ান"ব্যচেলর ভাড়া দিবনা"। জিগ্গেস করলাম, কেন uncle?দরোয়ান "আমি নিজেও কোন দিন Bachelor ছিলাম না "। নাম্বার দেখে ফোন দিলাম। বিনয়ী এক ভদ্রলোক "হ্যলো,আমি খান বলছি"। আমি বল্লাম "খাওয়াতো uncle পরের কথা, থাকার জায়গাইতো খোঁজে পাচ্ছিনা"।
ভদ্রলোক "হিঃ হিঃ..... Bachelor,কোন problem নাই but এত টাকা ভাড়া আমি ছাত্রদের কাছ থেকে নিতে পারবোনা । " তারপর তিনি কোন সুযোগ না দিয়ে হনহন করে ভীতরে চলে গেলেন। আমরা যা বোঝার বোঝলাম। এক মহিলা "আপনাদের সমস্যাতো ভাই বোঝতে পারছি কিন্তু আমার সাহেবতো বিদেশে থাকে, তাই Bachelor ভাড়া দেয়া নিষেধ"। তো এখন কি করা যায়?বের হলাম নতুন পন্থা নিয়ে যে আমি married,ফেমিলি ভাড়া নিব।
এক মহিলা বের হয়ে বললো কথা ফাইনাল করতে আপনার gurdian লাগবে। আমি বললাম,আমার gurdian কেন?থাকবতো আমি আর আমার বউ!তিনি বললেন ও... আচ্ছা আচ্ছা, ঠিক আছে বউ নিয়ে উঠার সময় উনাদের সাথে নিয়ে উঠবেন। সপ্তাহখানেক থাকলেই চলবে। আমি বাসা পাওয়ার আশা তারপর থেকে ছেড়েই দিয়েছি। প্রিয় পাঠক তাই আপনাদের উপর ভড়সা করা ছাড়া আর কোন উপায় দেখছিনা।
আর বাড়ি ওয়ালাদের বিবেকের কছে প্রশ্ন-আমরা কি Bachelor হয়ে পাপ করেছি?নাকি বাড়িওয়ালার ঘরে জন্ম না নিয়ে পাপ করেছি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।