আমাদের কথা খুঁজে নিন

   

বিচারে এইডা কিসু হইল?

আমি ভাই সাধারণ মানুষ। রাজনীতি, পলিটিক্স এইগুলা কিছুই বুঝি না, একটু পড়াশোনা করি, গল্পের বই টই পড়ি, সিনেমা দেখি, এমনে এমনেই আমার দিন কাটাইয়া দেই। কিন্তু শিবির ঘিন্না করি, যুদ্ধাপরাধী ঘিন্না করি, ওদের দেখলে ভিতরে ভিতরে দলা দলা থুথু মারি। আর দশটা মানুষের মতো আমারো ধারণা ছিল কাদের মোল্লার ফাঁসি হবে। আমিও চেয়েছিলাম দেশ মাতৃকার ঋণ শোধ হবে।

কিন্তু না, এইবারও হতাশ হতে হল। আসলেই আমরা হতাশ...... আমাদের বৃদ্ধা মা, অসহায় বাবা, পঙ্গু মুক্তিযোদ্ধা ভাই, ধর্ষিতা বোন, সবার কাছে কী জবাব দেব? সবাই যে আশা করে বিচারের রায়ের দিকে তাকিয়ে ছিল, সেই আশা আবার কীভাবে ফিরিয়ে আনব? তাঁদের চোখের পানির মূল্য কেমনে শোধ করব? এক ফ্রেন্ড আমারে বুঝাইল, সবই রাজনীতির খেলা। এখন কাদের মোল্লারে ফাঁসি দিলে শিবির এমন তান্ডব শুরু করতো, যে, সাঈদী, গোলাম আযম, নিজামীর রায়ের আগে দেশে চরম অরাজকতা লাগায়া দিতো। তাই ওদের রায়ে বাঁধা দিতো। তাই কাদের মোল্লার যাবজ্জীবন দিয়া ওদের একটু ঠান্ডা রাখসে।

কী আজব হাস্যকর যুক্তি! আপনারা কী বলেন? আমি খালি বললাম, দেখি গোলাম আযম, নিজামী আর সাঈদীর কি বিচার করে! সবই তো দেখা যাবে। তরুণ প্রজন্ম শাহবাগে একাত্মতা ঘোষণা করছে একসাথে জড়ো হয়ে। শুনসি, ঢাবির ছাত্রলীগ নাকি তাদের সাথে সহমত পোষণ করসে। আমি বগুড়ায় থাকি, শোনা কথা, ছাত্রলীগের ব্যপারটা সত্যি মিথ্যা জানি না। সত্যি হইলে তো খুবই ভাল।

আমার ফ্রেন্ড লিস্টে দুই তিন জন শিবির আছে। ঐগুলারে রিমুভ দিতে পারতাম, কিন্তু দেই না। কারণ আমি চাই, আমার মতো সাধারণ মানুষও শিবিরের প্রতি কী ঘৃণিত মনোভাব পোষণ করে, তা তারা দেখুক, তাও যদি ওদের লজ্জা হয়। পেপারে দেখলাম, কাদের মোল্লা ভি চিহ্ন দেখাইতেসে, দেখসেন? ওই শালার চোখে মুখে কী আনন্দ? এইবার যাবজ্জীবন দিসে, দেখা যাবে, পরের বার অন্য সরকার ক্ষমতায় আসলে আপীল টাপীল কইরা হয়ত মুক্তিও দিয়া দিতে পারে। আমি রাজনীতি বেশি বুঝি টুঝি না।

তাও এতটুকু ধারণা করতে পারি। আসলে বিচারের কিসু নাই। এই যুদ্ধাপরাধীগুলারে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া উচিত। আমরাই এদের বিচার করি। বাংলা সিনেমায় পুলিশের সেই চিরাচরিত ডায়লগ, আইন নিজের হাতে তুলে নেবেন না।

কিন্তু এইগুলার লঘুদন্ড দেখলে আইন নিজের হাতে তুলে নিতে ইচ্ছে করে.......... :@ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.