আমাদের কথা খুঁজে নিন

   

পরাধীনতার পথে বাংলাদেশ??!!! – সাম্রাজ্যবাদী ইন্ডিয়ানদের স্বপ্ন।

এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয় কাঁটাতারের বেড়া উঠে যাওয়ার আশাবাদ। সীমান্তে বাংলাভাষীদের মিলনমেলা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই বাংলার বাংলাভাষীদের অংশগ্রহণে গতকাল মিলনমেলা পরিণত হয় সীমান্ত এলাকায়। এতে দুই দেশের নেতারা অংশ নিয়ে এই মিলন মেলা অটুট থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং একদিন সীমান্তে কাঁটাতারের বেড়া থাকবে না এমন আশাবাদের কথা জানান। কুমিল্লা : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ত্রিপুরা সীমান্তে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল দুপুরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ত্রিপুরার যুব ক্রীড়া ও সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী শ্যামল চক্রবর্তী ও বিশেষ অতিথি ছিলেন ত্রিপুরা সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন সীতা দাস বৌদ্ধ, কুমিল্লা কালচারাল কমপ্লেঙ্রে সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী, উদীচী কুমিল্লার সম্পাদক শেখ ফরিদ আহমেদ ও সাংবাদিক অশোক কুমার বড়ুয়া। যশোর : বেনাপোল সীমান্তের নোম্যানস ল্যান্ডের অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানান পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মলি্লক, বিধায়ক নির্মল ঘোষ, বিশ্বজিৎ ঘোষ ও সরজিৎ ঘোষ এবং বনগাঁর মেয়র জোসনা আড্ডো। অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন যশোর-১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন। পরে ভাষা শহীদদের স্মরণে তারা পেট্রাপোল বন্দরে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মলি্লক বলেন, দুই বাংলার মানুষের একই কৃষ্টি ও সংস্কৃতি। তা সত্ত্বেও একটি ব্যারিকেড রয়েছে।

এমন দিন আসবে, যখন এই কাঁটাতারের বেড়া থাকবে না। একই ধরনের কথা বলেন পশ্চিমবঙ্গের বিধায়ক নির্মল ঘোষ। কবি হাসান হাফিজ বলেন, মুক্তিযুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষের ত্যাগ ভোলার নয়। আমরাও বন্ধুত্ব করতে চাই কিন্তু তা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে। আমরা কাঁটাতারের বেড়ায় ফেলানীর লাশ ও টিপাইমুখে বাঁধ চাই না, তবে তিস্তার পানি চাই।

ব্রাহ্মণবাড়িয়া : ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আখাউড়া চেকপোস্টের নোম্যানস ল্যান্ড এলাকায় সকাল ৯টায় অস্থায়ী শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা জানান ত্রিপুরার তথ্য, সংস্কৃতি ও উচ্চশিক্ষা মন্ত্রী অনিল সরকার, বিধায়ক পবিত্র কর, তথ্য ও সংস্কৃতি সচিব শান্তনু দাস। বাংলাদেশের পক্ষে ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়ার পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, আখাউড়া উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ। সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন ২৩ ফেব্রুয়ারী ২০১৩ বিস্তারিত এইখানেঃ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.