চীনের কমিউনিস্ট পার্টির নেতারা প্রকাশ্যে ধূমপান করতে পারবেন না অথবা সরকারি অর্থ ব্যয় করে সিগারেট কিনতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয়েছে। উল্টো ধূমপানের অভ্যাস ছাড়তে সহকর্মীদের উৎসাহিত করার জন্য চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের বলা হয়েছে। রবিবার সন্ধ্যায় জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলেছে চীনের রাষ্ট্রীয় কাউন্সিল তথা মন্ত্রিসভা। এতে বলা হয়, প্রকাশ্যে ধূমপান করা পার্টির নেতৃস্থানীয় সভ্যদের ছোট একটি অংশের সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে। তারা শুধু জনসাধারণের স্বাস্থ্য ও পরিবেশকেই বিপদগ্রস্ত করছেন না, তারা কমিউনিস্ট পার্টি ও সরকারের ভাবমূর্তিরও ক্ষতি করছেন। পার্টি নেতারা সরকারি অর্থ ব্যয় করে তামাকজাত দ্রব্য ক্রয় করতে পারবেন না। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।