এবার ঢাকার চলচ্চিত্রে অভিনয় করবেন ভারতের বিখ্যাত চলচ্চিত্রকার গৌতম ঘোষ। রাজীব আহসানের পরিচালনায় 'ইন্টারোগেশন' নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প 'সাক্ষাৎকার' অবলম্বনে নির্মিতব্য এ ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে গৌতম ঘোষকে। বুদ্ধদেব দাশগুপ্তের 'গৃহযুদ্ধ' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক ঘটে তার। দীর্ঘ বিরতির পর সাম্প্রতিককালে 'বাইশে শ্রাবণ' আর 'একলা আকাশ' চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি। 'ইন্টারোগেশন' হবে তার অভিনীত চতুর্থ চলচ্চিত্র। এর সংলাপ রচনা করেছেন হাসান আজিজুল হক, চিত্রনাট্য পরিচালক রাজীবআহসানেরইসাজানো। মেঘদূত প্রযোজিত ছবিটির প্রযোজনা উপদেষ্টা হিসেবে আছেন হাবিবুর রহমান খান। শীঘ্রই দেশের বিভিন্ন স্থানে এর চিত্রায়ণ শুরু হবে। গৌতম ঘোষ বলেন, দু বাংলার মধ্যে কানো তফাৎ দেখি না। তাই ইচ্ছে ছিলো বাংলাদেশের ছবিতে অভিনয়ের। সে ইচ্ছে আজ পূরণ হচ্ছে বলে আমি খুবই আনন্দিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।