পানি সম্পদ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, আমরা কেবল রাষ্ট্রপতির কাছেই শপথ নেইনি, সেই সঙ্গে শপথ নিয়েছি নিজের বিবেকের কাছে। তাই কাউকে অন্যায়-অনিয়ম আর দুর্নীতি করতে দেওয়া হবে না। গতকাল ভোলার চরফ্যাশন উপজেলা প্রশাসনের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কৃষক-শ্রমিক সাধারণ মেহনতি মানুষের ঘামের টাকায় বেতন ভাতা দেওয়া হয়। এটা ভুলে গেলে চলবে না। তাই সাধারণ মানুষ যেন কোনোভাবেই বিড়ম্বনার শিকার না হন সে দিকে খেয়াল রাখতে হবে। এর আগে উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব চরফ্যাশন প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন। তিনি চরফ্যাশন প্রেসক্লাবের জন্য ১০ লাখ টাকা অনুদান ঘোষণা করেছেন। এ ছাড়া বেলা ১২টার দিকে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে জনতা বাজারে এক বিশাল গণসংবর্ধনায় অংশ নেন জ্যাকব।
সংবর্ধনা অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা বিএনপির সহসভাপতি শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ ইউনুছ শরীফ এবং নুরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির অন্য সহসভাপতি মিছির আহমেদ ভূইয়া কয়েকশ নেতা-কর্মী নিয়ে মন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।