[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
পাগলপ্রায় ধারনায় ভাল লাগছে গানটি গতকাল থেকে, আর শুনছিও এই বৃষ্টি স্নাত আবহাওয়ায় বারংবার, অফিসে বসেও।
গানটি গেয়েছেন যে তার নামটা ঠিক জানিনা , গানটি ‘লালন’ ব্যান্ডের বিপ্রতীপ নামক ক্যাসেটের।
লিরিকসএর লাইনগুলো একটু দেখুন ( হালকা ভুল হতে পারে উচ্চারণ দু একজায়গায় বুঝতে কষ্ট হওয়ায়, তার জন্য দুঃখিত অগ্রীম) কি চমৎকার
মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি
মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি
জিহ্বার ছোঁয়ায় ধুয়ে গেছে গো
সেই সে কবের আদর
মুছে গেছে সব
তবুও তুমি মাথা উঁচু করে
বারে বারে বল ‘তোমায় ভালবাসি’
তবুও তুমি..
মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি
অন্তরে তোমার সর্বনাশা হাসি
অর্ধমের খাঁচায় গুমড়ে কাঁদে মনপাখি
অর্ধমের খাঁচায় গুমড়ে কাঁদে মনপাখি
অন্তরে তোমার সর্বনাশা হাসি
অর্ধমের খাঁচায় গুমড়ে কাঁদে মনপাখি
তবুও তুমি মাথা উঁচু করে
বারে বারে বল ‘তোমায় ভালবাসি’
তবুও তুমি..
মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি
ভাঙনের প্রলপে রত তোমার দৃষ্টি নদে
অবিরত বেঁচে রই রক্তস্নাত হয়ে
অবিরত বেঁচে রই রক্তস্নাত হয়ে আমি
ভাঙনের প্রলাপে রত তোমার দৃষ্টি নদে
অবিরত বেঁচে রই রক্তস্নাত হয়ে আমি
অবিরত বেঁচে রই রক্তস্নাত হয়ে
তবুও তুমি মাথা উঁচু করে
বারে বারে বল ‘তোমায় ভালবাসি’
তবুও তুমি..
মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি
মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি
মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি
জিহ্বার ছোঁয়ায় ধুয়ে গেছে জ্বর
সেই সে কবের আদর
মুছে গেছে সব
তবুও তুমি মাথা উঁচু করে
বারে বারে বল ‘তোমায় ভালবাসি’
তবুও তুমি..
মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি
তবুও তুমি মাথা উঁচু করে
বারে বারে বল ‘তোমায় ভালবাসি’
তবুও তুমি..
মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি
গানটির লিংক পাবেন এখানে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।