আমার স্বপ্ন রা আছে ,তাই আমিও আছি
আমরা বাঙ্গালি জাতি একটি সংস্কৃতিমনা জাতি, আমাদের জীবনযাত্রার সাথে প্রাচীনকাল থেকে গান বাজনা সহ নানান রকম সংস্কৃতি মিশে আছে। আমরা সবসময় সংস্কৃতি মনা জাতি হিসেবে পরিচিত। আর আমাদের এই সংস্কৃতির সাথে ওতপ্রোত ভাবে মিশে আছে বাউল গান। দেশের প্রতি টি আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে বাউল গান আর বাউল। বাউল রা মানুষ এর গান গায়,জীবনের গান গায়, তারা সৃষ্টিকর্তার গান গেয়ে তাদের বন্দনা করে।
তাদের কাছে তাদের গানই প্রার্থনা , তারা খুব আনাড়ম্বর এবং নিরীহ জীবন যাপন করে। তারা আমাদের এই সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ যাকে কিনা অস্বীকার করা যায় না। আমাদের সংস্কৃতির কথা চিন্তা করতে গেলে তাদের কথা ও চিন্তা করতে হয়।
গত ১৫ই অক্টোবর বিমান বন্দর এর সামনে সেই বাউল এর মূর্তি কেই ভেঙ্গে ফেলেছে কতিপয় মোল্লার দল। তারা ধর্মের মুখোশ পরে দেশে আসন্ন নির্বাচন কে সামনে রেখে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে।
আর সেই ভাংচুর এর প্রতিবাদ স্বরূপ চারুকলার ভিতর স্বচেতন শিল্পি রা লাগাতার ৫/৬ দিন যাবত আন্দোলন করে চলেছে কিন্তু কোন লাভ কি আদৌ হবে? কারণ চারিদিকে যা দেখতে পাচ্ছি ,তাতে কোন ভরশা পাচ্ছিনা কারণ প্রশাসন এর চোখের সামনে লালন সাইজির মুর্তি যারা ভেঙ্গে দিয়ে চলে গেল তারা নিশ্চয় কোমর এর জোর নিয়ে এসেছিলো। আর বাংলাদেশ এর বর্তমান সরকার এর হাব ভাব দেখে মনে হয় যে তারা ও এই সকল কর্ম কান্ডে বেশ সায় দিচ্ছেন অথবা দূর থেকে দেখে দেখে বেশ মজা উপভোগ করছেন।
আজকে জুম্মার পর নাকি আবার হজ্ব ক্যাম্প এর ভিতর মোল্লা রা বিক্ষোভ করেছে এবং সেখান থেকে লালন সাই জির মুর্তি অপসারণ করে মিনার স্থাপন করার দাবি করেছে। লালন সাইজির সাথে কি তাদের কোন দুশমনি আছে ? নাকি তারা আমাদের সংস্কৃতি কে ভুলে যেয়ে তাদের সাথে মৌলবাদি কাজ কর্ম করার জন্য আহবান জানাচ্ছে? তারা ঠিক কি চাইছে তারা নিজে রাই মনে হয় জানে না। ।
এখন আমাদের কি করা দরকার? আমরা কি তাদের ভয়ে আন্দোলন করা বন্ধ করে দেবো? নাকি আন্দোলন চলতে থাকবে? যতদিন পর্যন্ত লালন সাইজির মুর্তি পুনর্স্থাপিত না হয়..................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।