মাঝে মাঝে মনে হয় এর চেয়ে যদি ছেলে হয়ে জন্মাতাম তাহলে অনেক স্বাধীন হতাম। আমি মনে মনে সুদূরের পিয়াসী হলে কি হবে, কবির ভাষায় "কক্ষে আমার রুদ্ধ দুয়ার সেকথা যে যাই পাশরী"। জয় রাধামাধব।
এটা একটা বিখ্যাত ও জনপ্রিয় প্রভাতী সঙ্গীত। এই গানটা কার লেখা সেটা বলতে পারব না।
খুব সম্ভবতঃ দ্বিজেন্দ্রলাল রায়ের। সঠিক জানা নেই। গানটা অনেকবার শুনেছি। পশ্চিমবঙ্গের বাঙলা ছায়াছবির পরিচালক তরুন মজুমদার তার বিখ্যাত পারিবারিক কমেডি "দাদার কীর্তি" ছায়াছবিতেও এই গানটা এনেছেন। গানের বাণী (লিরিক্স) টা দিলাম।
এটা আমার খুব পছন্দের গানগুলোর মধ্যে একটা।
কেউ এর লেখকের সন্ধান জানা থাকলে আমাকেও জানাবেন।
গানটা শুনুন এখানে
Click This Link
-----------
এসো প্রাণভরণ দৈনহরণ হে ৷
বিশ্ব ভূপ পরম স্মরণ হে৷
জ্যোতিপূর্ন করহে গগন৷
সুধা গন্ধে ভর হে পবন৷
গড় চিত্তভবন শান্তি সদন দুঃখ বিঘ্ন তরন হে৷
তব কৃপাকরুনার কণিকা কর হে দান৷
অন্তর হোক অক্ষয় সুখে চিরসম্পদ বান৷
প্রেম সিন্ধু হৃদয়ানন্দে৷
চলুক বহিয়া ছন্দে ছন্দে৷
হোক জীবন ধন্য এসো অনন্য বাড়াও শান্ত চরণ হে৷
----------
সবাই ভাল থাকবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।