|শৈল্পিক সৌন্দর্যের লীলাভূমি|
কে বলে দারিদ্র আর্শিবাদ
বস্তুত অভিশাপের অনল
স্বর্গের অমৃত সুধা নয়
নরকের তপ্ত গরল
চিন্তার বীজ বুনে দেয়
কষ্টের কাঁটা বনে
শোকের অন্ধকারে
হতাশার আয়োজনে।
কে বলে দারিদ্র মহান
আসলে দুখের আকর
বিষের পাটাতনে
বিষাদের রুক্ষ আচঁড়
অশ্রুর নদী জুড়ে
যন্ত্রণার জল বয়
দারিদ্রের অভিশাপে প্রাণ
তিলে তিলে হয় য়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।