আমাদের কথা খুঁজে নিন

   

বোতাম ঘর



বোতাম ঘর ১ কষ্টগুলো পড়ে আছে বোতামে বোতাম গভীর হতে থাকে মেলাঙ্কলী ফাঁকে ফাঁক চুপকে চুপকে রাত দিন আশু বাহানা ইয়াদ হ্যায় - অতঃপর কাঁদতে থাকা মোমের আড়ালে গলে যেতে থাকে সপ্তর্ষি এবং টুপ !! ২ হলুদ মস্তিষ্কে কম্পন বেড়ে যায় লাল রংয়ের ঝাপটায়, চোখ বন্ধ করলেই দেখি দৈনতা আর হাহাকার এবং অসম্পূর্ণ রাতের গল্পকথায় পার করি অস্তাচল, রিখটার স্কেলে তখন প্যারালাল দিগন্ত চুপ !! ৩ ছিড়ে ফেলি প্রকোষ্ট রেখা, অনীল এবং সুনীল ক্ষরনে বয়ে যায় শিরায় শিরা তবুও হামকো আব তাক আশিকি কে জামানা ইয়্যাদ হ্যায় যাহার নিশব্দে পতন !! ৪ নগ্ন হতে থাকে দেহ অনেক মনের ভারসাম্যহীনতায় ধীরে ধীরে তীক্ষ হতে থাকা সেই তরবারি ফলায় ফলা মরচে ধরেছে আগেই শহরব্যাপী সুনশান !! ৫ অন্ধকার হতেছে লোডশেডিং দুপুর চুপ করে এলে যখনি আমাকে মৃত ঘোষনা করে যেতে তার বড় ভয় ; ক্রমশ ভয়হীন বারান্দায় ঝুলছে আমার বোতাম ঘর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।