আমি সাধারন
আমি নতুন লিখছি এখানে। আজকে রাস্তা দিয়ে চলতে গিয়ে মনে হোলো যে আমাদের দেশে রাস্তার কাজ একবার শুরু হলে তো শেষ হবার নাম নাই। যেমন ধরা যাক, এয়ারপোর্টের রাস্তাটা: রাস্তার দু'ই পাশে মনে হ্য় ২ মাস আগে কাজ শুরু করেছিলো রোড এন্ড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। বর্তমানে ঐ রাস্তার দু'পাশে কার্পেটিং করে উচু করা হয়েছে কিন্তু মাঝের অংশটায় কিছুই করা হয়নি - আগের মতোই পড়ে আছে। এর ফলে এয়ারপোর্ট রোডের এই রাস্তাটা এত চওড়া হওয়া স্বত্তেও বেশির ভাগ যানবাহন রাস্তার দু'পাশে কার্পেটিং করে উচু করা অংশ দিয়ে চলাচল করে, মাঝখানটা ফাকা থাকে, ফলে রাস্তায় যানজট বেশি লাগে।
তো রাস্তার এই দুরাবস্তা কার দেখা উচিত? সরকারের (নির্দিষ্ট কোনো বিভাগের)?এইসব চিন্তা করতে করতে একটা ভাবনা আসলো মাথায়! আমরা, মানে সাধারন মানুষেরাই তো সরকারের চোখ হতে পারি তাইনা? আচ্ছা আর একটু খোলাশা করে বলি: আজকাল (ক্যামেরা সহ) মোবাইল ফোন তো অনেক সহজলভ্য হয়েছে। ইচ্ছা করলেই ছবি তুলতে পারি। তো আমরা যদি রাস্তা ঘাটে চলতে ফিরতে এই রকম কিছু দেখি, যা দেখে মনে হ্য় যে এইটা তো সরকারের দেখার বা করার কথা (কিন্তু আপাত: দৃষ্টিতে মনে হয় যে এইসব অসমাপ্ত কাজ বা অনৈতিক কাজ রোধ করার কেউ নাই, সোজা বাংলায় বলতে হ্য় যে, এইগুলা চলবে যেন অনন্তকাল...) - এই ধরনের ব্যাপারগুলি আমরা আমাদের মোবাইল ক্যামেরায় তুলতে পারি। আর তারপর, এই ওয়েবসাইটের মাধ্যমে তা প্রকাশ করতে পারি। কিন্তু এইখানেই শেষ না: এই ওয়েবসাইটের কর্ণধার যারা আছেন তারা তাদের নেটওয়ার্ক বা পরিচিত সাংবাদিক গোষ্ঠির মাধ্যমে, আমাদের চলার পথের এইসব কাহিনীগুলোকে আরো সম্প্রসারিত পরিসরে প্রাচারিত করতে পারে।
হয়তো এইভাবেই একদিন আমাদের সরকারের আওতাধীন বিভাগগুলো ঘুম ভেন্গে চোখ খুলে তাকাবে...কাজ আগাবে, দেশ আগাবে, আমাদেরও ভালো লাগবে...।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।