আমাদের কথা খুঁজে নিন

   

যাপিত জীবনের যন্ত্রণায়.....................

কবিতা পড়তে ভালবাসি............।

১............ দুঃখ কিছু চাইলে তুমি পেতেই পারো মেয়ে বেঁচে থাকো সস্তা প্রেমে, দুঃখ খেয়ে খেয়ে সন্ধে বেলায় ঘুণপোকারা আসেই যদি উড়ে ভাঙ্গা মনের দাগ গুলো সব, বেরিয়ে পড়তে পারে ভাঙ্গা কাঁচের আয়নায় আর দেখোনা মুখ উধাও হয়ে যেতেও পারে, দুঃখ দুঃখ সুখ......। ২............ বন্ধু তুমি স্বপ্ন দেখো সুনীল পরবাস বন্ধু আমার শহর জুড়ে দুঃখ করে বাস তোমার আমার সম্পর্কের এমনি বোঝাপড়া হৃদয় জুড়ে অনুভুতির কেবলি ভাঙ্গাগড়া...... ৩......... বিষণ্ণতায় আটকে যাওয়া কোনো এক বিকেলে নাগরিক ব্যস্ততার ভিড়েও কখনো ভীষন পুরনো এই হৃদয় তার চেয়েও পুরনো স্মৃতির কোলাহলে নিশ্চুপ হয়ে থাকে শুধু ভুলে যেতে ভুলে যাই বারবার.........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।