রুদ্র মাসুদ rudramasud@gmail.com
ব্লগের বন্ধুদের আন্তিরক শুভেচ্ছ-
বন্ধুদের জ্ঞতার্থে জানাচ্ছি,
আঞ্চলিক সংবাদকে প্রাধান্য দিয়ে এবং `মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল' এই শ্লোগানকে সামনে রেখে ২০০৩ সালের ৩০ এপ্রিল যাত্র শুরু করেছিলো নোয়াখালী অঞ্চলের তথ্য নির্ভর পত্রিকা `সাপ্তাহিক চলমান নোয়াখালী'। দীর্ঘ পথ পরিক্রমায় চলমান নোয়াখালী এ অঞ্চলের প্রান্তিক মানুষের সমস্যা-সম্ভাবনা, অধিকার, নারীর ক্ষমতায়ন, কৃষি সম্ভাবনা, স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষাসহ বিভিন্ন বিষেয় সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের মনে স্থান করে নিয়েছে।
সকল পাঠকের কাছে আমাদের পত্রিকা পৌছানো সম্ভব হয় না। তাছাড়া প্রবাসে অবস্থানকারী পাঠকরা আমাদের পত্রিকা পাঠ থেকে বঞ্চিত হয়। তাই আমরা পত্রিকাটির অনলাইন সংস্করণ প্রকাশের উদ্যোগ নিই। যেখানে সাপ্তহে প্রতিদিন এবং প্রতিক্ষণের নোয়াখালী অঞ্চলের (ফেনী ও লক্ষ্মীপুরসহ) সংবাদ আপডেটসহ ফিচার ও বিশেষ প্রতিবেদন থাকবে। আমাদের বন্ধু সুমিত আউয়াল এক্ষেত্রে আমাদেরকে সর্বাত্মক সহযোগীতা
দিয়ে http://www.chalomannoakhali.com নামের একটি ওয়েব সাইট খুলে দেয়।
ব্লগার বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে আমাদের সাইট http://www.chalomannoakhali.com ভিজিট করার জন্য পাশাপাশি মেইল করুন এই ঠিকানায় এই ঠিকানায়।
সহযোগীতা কামনায়
সকলকে ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।