সুখীমানুষ
তুমি কি গেছ কোন দিন অথৈ চলন বিলে
ব্রহ্মপুত্র দেখতে কি গেছ কোনদিন দলবেধে বন্ধু বান্ধব মিলে?
বসন্তের পাগলা বাতাসের দিনে
গেছ কি কখনো খোলা বিশাল মাঠের মাঝে?
গ্রামের মেঠোপথে নিশ্ছিদ্র অন্ধকারে অবাক বিস্ময়ে
গেছকি কভু হারায়ে অসংখ্য জোনাক-আলোর মাঝে??
তোমার তরে আমার অগাধ ভালবাসাও রইল তেমন করে
বিরক্ত হয়োনা, আমি চলে যাবো দূর হতে আরো দূরে।
৪-৯-০৮, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।