আমাদের কথা খুঁজে নিন

   

নিভৃত বচন

sorry vai

মানুষের মত অমন করে আমি আঁকতে পারিনা জীবনের নিপুণ আলপনা, পারিনা তিলে তিলে জমাতে উচ্ছাস কিংবা দূর্লভ প্রতিপত্তি। আমি খুব আলগোছে স্বপ্নের গিট খুলে চলে যেতে পারিনা তাপানুকূল, বিজলির জগতে। আমাকে ধরে রেখেছে, আকড়ে রেখেছে এক সুপ্রাচীন চুনখসা দেয়াল, এক অদ্ভুত শ্যাওলার আস্তরন বুকে আর মগজে গেড়েছে আদি-অন্ত বসতি। আমি কোন গরম দুপুরে আদিম জন্তুর মত হেটে চলা মানুষদের এক অদ্ভুত ফুঁটপাত পাহারা দিই দৃষ্টির আগ্নেয়াস্ত্র দিয়ে; এক নিশাচর মাতালের অতলে জমে থাকা রহস্য উদ্ধারে হয়ে যাই সুদক্ষ ডুবুরি; একটা নাগরিক বেলকোনিতে ঝুলে থাকা এক সুভ্র ব্রেসিয়ারের মায়ায় ঘুপচি গলিতে দাড়িয়ে দাড়িয়ে বেনসনের আগুনে জীবন ফুঁকি নি:শ্বব্দে। মুহূমুর্হূ শব্দে যখন ভেঙে পড়ে সভ্যতা, আমি কবিতার খাতায় ঢেকে দেই পতিতার বুক। আমি জন্মান্ধকে বোঝাতে থাকি জোস্নার স্বরুপ আর স্নিগ্দ রমনীকে বিপ্লব। আমি কিছুতেই যেতে পারিনা তাপানুকুল সুন্দরের বাহুতে; আমি মৃতদের মিছিলে যোগদানে ব্যাকুল থাকি সর্বদা, কেবল বেঁচে থাকার তীব্র আকুলতায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।