ব্লগে কবিতা, ছড়া এবং কর্মসংস্থানমূলক প্রবন্ধ লিখব বলে আশা করি। নিভৃত স্বপ্নালোকে তুমি জেগে আছ আজও, শৈল্পিক বিশ্বাসে নিদ্রাহীন নিভৃত এক স্বপ্নালোকে। তোমার নীল চোখ জুড়ে তৃষ্ণার্ত অবগুন্ঠন কমলা লেবুর কোষের মতো নরম দু’টি ঠোটে, শত শতাব্দীর বুভুক্ষা নিয়ে অবিরত তুমি জেগে থাক। তোমার মেহেদী শোভিত হাতের দশটি আঙ্গুলের প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে অনেক স্নেহ-আদর আর ভালবাসার লাল গোলাপ তোমার আপেল সদৃশ্য রক্তিম গালে আজও টোল পড়ে-নিখাদ, নিরানন্দ সকরুণ হাসির অব্যক্ত অভিসারে। তোমার দৃশ্যমান দু’টি চোখ চিবুক, ঠোঁট, নাক দু’হাতের দশটি আঙ্গুল আমাকে কাছে টানে, দুর্বার এক আকর্ষণে, কিন্তু এখনও সংশয়ে সংকিত আমি তোমার একটিমাত্র হৃদয় যা লুকিয়ে থাকে বুকের গহীন অরণ্যে তা থেকে উত্সারিত হয় আবেগ আর আবেগ থেকে জন্ম নেয় ভালবাসা। আমার সন্দিগ্ধ মনে প্রশ্ন জাগে তোমার সেই হৃদয়ের কার্ণিশে আমার স্বপ্নের বর্ণিল ছায়া পড়ে কিনা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।