আমাদের কথা খুঁজে নিন

   

নিভৃত আকাশে

তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

প্রভাকরের বিকীর্ণ আলোয় উজ্জ্বল পৃথিবী, নিস্তরঙ্গ পুকুরের ফ্রেমে আবদ্ধ নীলাকাশ, বাসন্তী হাওয়ায় উচ্ছল গাছগাছালি, - এই সব নৈসর্গিক স্বাভাবিকতায় তোমার আগমন হঠাৎ করেই। সাইমুম ঝড়ের মত তুমি এলে- দূর্নিবার – অদম্য; সাধ্য কি আমার তোমাকে রুখার! তুমি এলে এবং আমার সমস্ত কিছু পাল্টে গ্যালো এক লহমায়। আগের মত চলতে পারি না, আগের মত ভাবতে পারি না। আমার তন্দ্রাচ্ছন্ন চেতনা তোমার স্পর্শে প্রাণ ফিরে পায়; আমার কাব্যের আকাশে তুমি যেন অবাক সূর্যোদয়! আমার বোধের আলো আঁধারীতে এতদিন মাতৃগর্ভে ঘুমন্ত শিশুর মত ছিলো যে কবিতারা, তোমার সযত্ন উৎসাহে তারা ভূমিষ্ট হয় আমার লেখনীতে। আমার কাব্য পূর্ণতা পায় তোমার প্রেরণায়।

এত যে ওলট-পালট, এত যে পূনর্নিমান আমার জীবনে যে তোমার জন্য, সে তুমি জানোই না – তুমিই এর কারণ। তবুও তুমি আছো ধ্রুবতারার মত বিরাজমান আমার নিভৃত আকাশে। । নোয়াখালী ২৬.২.১৯৯৭ ------------------------------------------------- * ড্রয়ার ঘাটতে গিয়ে আজ অনেক বছর আগের দিন তারিখসহ কিছু লেখা পেলাম। এই লেখাটি তারই একটি।

তখন এইচএসসি ১ম বর্ষে পড়তাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।