আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামের ২০ হাজার পাটকল শ্রমিক রাজপথে

১১ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছে চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত পাটকলের ২০ হাজার শ্রমিক। শনিবার থেকে কারখানার সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আন্দোলন শুরু করে শ্রমিকরা।

পাটকল সিবিএ সমন্বয় পরিষদের আহ্বায়ক মাহবুবুল আলম বলেন, 'বকেয়া বিল পরিশোধসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নেমেছে। প্রথম দিনে ঘেরাও কর্মসূচি পালন করা হয়। রবিবার থেকে এক ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি পালিত হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।'

জানা যায়, দাবি বাস্তবায়নের জন্য শনিবার সকাল ৯টা থেকে কারখানার সামনে অবস্থান নেয় শ্রমিকরা। তারা কারখানা ঘেরাও করে মূল ফটক অবরোধ করে রাখে। এ সময় কারখানার ভেতর কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়ে। পরে সমাবেশ করে রাস্তায় বিক্ষোভ মিছিল করে। চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত আটটি পাটকল হলো সীতাকুণ্ডে গালফ্রা হাবিব জুট মিল, এম এম জুট মিল, আর আর জুট মিল, গুল আহম্মেদ জুট মিল, হাফিজ জুট মিল, বাগদাদ-ঢাকা কার্পেট মিল, মিল ফার্নিশিং, নগরীর আমিন জুট মিল এবং রাঙ্গুনিয়ায় কর্ণফুলী জুট মিল ও ফোরাত কার্পেট মিল।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.