আমাদের কথা খুঁজে নিন

   

বদরগঞ্জে ২০০ পোল্ট্রি খামার বন্ধ

টানা অবরোধ হরতালের ক্ষতির রেশ কাটিয়ে উঠতে না উঠতেই জেঁকে বসা শীতের দাপটে কাতর বদরগঞ্জের পোল্ট্রি শিল্প। ফিড ও ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, উৎপাদিত ডিম ও মুরগির নিম্নমুখী বাজার এই শিল্পের প্রধান অন্তরায়। এমতাবস্থায় অস্তিত্ব সংকটের মুখে পড়েছে এই শিল্প খাতটি। খামার ও মালিক সূত্রে জানা যায়, মুরগির রেডি ফিড কাজী, নারিশ, প্যারাগন, সিপির প্রতি বস্তায় (৫০ কেজি) দাম বেড়েছে ৩৫০-৪০০ টাকা। সঙ্গে বেড়েছে খুচরা খাদ্য হিসেবে ভুট্টা ও সয়াবিনের দাম। ৫০ কেজি ভুট্টার বস্তা বিক্রি হচ্ছে ৮০০ টাকার স্থলে ১০০০ টাকা। ৫০ কেজি ওজনের সয়াবিন প্রতি বস্তায় বেড়েছে ৫০০ টাকা। অন্যদিকে কমেছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম।

কথা হয় বেলাল পোল্ট্রি ফার্মের মালিক বেলাল হোসেনের সঙ্গে তিনি জানান, হরতাল অবরোধের কারণে মুরগির রেডি ফিডের সরবরাহ কমে যাওয়ার সুযোগে রেডি ফিড ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়। সে সময় মুরগির খাদ্য ঘাটতির কারণে অনেক মুরগি মরে যায়। এখন তীব্র শীতের কারণে পর্যাপ্ত তাপের অভাবেও আমরা বাচ্চা মুরগি নিয়ে ঝুঁকিতে আছি। এমনিতেই সবকিছুর দাম বৃদ্ধি তার উপর তীব্র শীতের কারণে অতিরিক্ত বিদ্যুৎ খরচ। তিনি আরও জানান এক সময় বদরগঞ্জে পোল্ট্রি ফার্ম ছিল ২৭৫টির মতো। বর্তমানে তা কমতে কমতে ৭৫ এ দাঁড়িয়েছে। এভাবে চলতে থাকলে বদরগঞ্জে আর কোনো মুরগির খামারই থাকবে না। কথা হয় হাসান পোল্ট্রি ফার্মের মালিক মো. হাসানের সঙ্গে তিনি জানান, মুরগির প্রধান খাদ্য ভুট্টা, সয়াবিন, পালিশ প্রোটিন। এর সঙ্গে মেশাতে হয় লাইসিন, মিথুনিল, এলটঙ্নি, ডিসপ্রিন কোলিন নামের ওষুধ। প্রতি মাসে পরপর তিনদিন এন্টিবায়োটিক ১০০ গ্রাম খাওয়াতে হয়। এছাড়া টিয়ামুটিন ও সিটিসি সলিকুল ৩০০ গ্রাম দিতে হয়। এন্টিবায়োটিক ওষুধ মাইকোপ্লাজমার (১০০ গ্রাম) বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ১০০০ টাকা। সিটিসি সলিকুলের (১০০ গ্রাম) দাম বর্তমানে ৩৮০ টাকা। তিনি আরও জানান, একটি ব্রয়লারের বাচ্চা ৩০ টাকায় কিনে ৪৫ দিন পালন করতে অর্থাৎ বিক্রি করা পর্যন্ত একেকটি মুরগি গড়ে খাদ্য গ্রহণ করে দেড় কেজি। বাচ্চা খরিদ, খাদ্য, ওষুধ ও প্রতিপালন বাবদ প্রতি ব্রয়লারের গড় মূল্য দাঁড়ায় ১৪০-১৫০ টাকা। যা বর্তমানে বিক্রি করতে হচ্ছে ১৩০-১৩৫ টাকা। বর্তমান বাজার মূল্যে লোকসান গুনতে হচ্ছে।

এদিকে ফিড ব্যবসায়ী মো. হোসেন মিয়া জানান, হরতাল অবরোধের কারণে কোনো ধরনের মুরগির খাদ্য ও ওষুধ না আসায় অর্থাৎ সরবরাহ কম হওয়ায় ফিডের দাম বৃদ্ধি পেয়েছে। পোল্ট্রি শিল্পের নাজুক অবস্থার কথা স্বীকার করে বদরগঞ্জ প্রাণিসম্পদ বিভাগের পোল্ট্রি অ্যান্ড ডেইরি কনসালটেন্ট ডা. আবদুল কুদ্দুস মিয়া জানান, হরতাল অবরোধে এই অঞ্চলের পোল্ট্রি শিল্পের ক্ষতি হয়েছে। লোকসানের কারণে অনেক খামারি খামার বন্ধ করে দিয়েছেন। তবে এখন পর্যন্ত আমার উপজেলায় এই তীব্র শীতের কারণে কোনো খামারি প্রতিবন্ধকতার মুখে পড়েনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.