আমাদের কথা খুঁজে নিন

   

কারিগর : প্রত্যাশা ও নির্মাণের প্রতিষ্ঠান



সৃজনশীল সমাজ গঠন ও নিজের ভিতরে‌'র একান্ত শিল্প নন্দন'কে চর্চা ও আন্দোলনে রুপান্তরের মাধ্যমে চিন্তাশীল মানুষ হিসেবে আত্নপ্রকাশের ইচ্ছাকে জাগিয়ে তোলার প্রত্যয় নিয়ে কারিগর কাজ করে যাচ্ছে গত এক বছর। থিয়েটার আর পথিকৃৎ' নামে একটি প্রকাশনার মাধ্যমে নিয়ত আমরা বলে যাচ্ছি মানুষ ভজনের গান। এই পৃথিবী সকল মানুষের ও সকল প্রাণীর সুবাসযোগ্য হয়ে উঠুক। সকল প্রাণী সুখে থাক। সাগর পাহার বন বনাঞ্চল আর আমাদের সবার পরিবার সবার আনন্দ বাড়িতে প্রতি মুহূর্তে বিতরন হোক শুভেচ্ছা।

এই সব নিয়েই কারিগর। কারিগররে প্রকাশনা"পথিকৃৎ''এর কাজ চলছে... ভাদ্রে 'র যে কোন দিন এ সংখ্যা আপনাদরে হাতে তুলে দিতে পারবো আশা রাখি । সামহোয়ার ইন ব্লগ থেকে নির্বাচিত কয়েকটি পোষ্ট থাকছে এবারের সংখ্যায়। কারিগরের থিয়েটারে সদস্য ভর্তিও চলছে। কারিগরের শুভেচ্ছা রইল আপনাদের জন্য।

সাথে চায়ে চায়ে চুমুকে চুমুকে কারিগরের আড্ডায় আমন্ত্রন। একদিন বেড়াতে আসুন আমাদের কারিগরের আনন্দ বাড়ি। আমাদের বাড়ির ঠিকানা ১৫/এ পুরানা পল্টন (ছাদ) ঢাকা। ফোন করতে পারেন ০১৯১৭-০৩৮৪৪৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।