আমাদের কথা খুঁজে নিন

   

সাইকো আন্যালিষ্ট



বিজন বাবুর বিষন বয় উনার খাটের নিচে একটা বাঘ লুকিয়ে আছে । সেই ভয়ে উনি ঘুমুতেই পারেন না । প্রায় ২ বছর ধরে তিনি এক সাইকো আন্যালিষ্ট এর কাছে যাচ্ছেন, পয়সার শ্রাদ্ধ হচ্ছে কিন্তু উপকার কিছুই হচ্ছেনা । শেষে উনি ঠিক করলেন আর যাবেন না । কয়েক সপ্তাহ বাদে উনার সাথে বাজারে উনার পুরোনো সাইকো আন্যালিষ্ট এর দেখা ।

কেমন আছেন সাইকো আন্যালিষ্ট জিঙ্গেস করলেন । চমৎকার, দিব্যি ঘুম হচ্ছে এখন কোন দু:শ্চিন্তা নেই । কার কাছে গিয়েছিলেন আপনি ? সাইকো আন্যালিষ্ট প্রশ্ন করলেন। কারো কাছে নয় । বাড়িতে জানলা সাড়াতে এক ছুতোর মিস্ত্রি এসেছিল ।

তাকে ভয়ের কথা বলতেই খাটের পায়াগুলো সব কেটে দিয়ে চলে গেছে বাঘ এখন লুকোবে কোথায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।