যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
ওসামা বিন লাদেনকে বোমাবাজি বাদ দিয়ে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানিয়েছে ব্লগার অন্যআনন। তবে গানে গানে। ডঃ ওসামা নামে তার এই গানটি প্রকাশিত হতে যাচ্ছে জি সিরিজের ব্যানারে একটা মিস্কড এ্যালবাম "বন্ধুতা"তে।
মিস্কডটিতে আরো যে সমস্ত ব্যান্ড ও শিল্পীর গান আছে - দলছুট, অর্নব, শিরোনামহীন, তাহসান, কনক, তপু, মনোস্মরনী, সজীব, GrooveTrap, মিলন মাহমুদ ও মিথ।
এ্যালবামটির মোড়ক উন্মোচন হবে আগামীকাল ১৭ই জুলাই বিকাল বিকাল ৩টায় বসুন্ধরা সিটির লেভেল-৭ এর কনফারেন্স হলে।
উদ্বোধনের পরে এ্যালবামের শিল্পীরা গান গেয়ে শোনাবে।
ডঃ ওসামা গানটা নিয়ে আমি আশাবাদি। আননের নিজের লেখা, সুর ও গায়কীতে গানটি ইতিমধ্যে প্রশংসাধন্য হয়েছে। ব্যতিক্রমী এই গানে ধর্মীয় উম্মাদনা পরিহার করে দারিদ্র ও অসহায়ের সেবায় উদ্বুদ্ধ হওয়ার এক মুগ্ধময় অনুপ্রেরণা আছে।
সবাইকে মোড়ক উন্মোচনে অংশ নেবার জন্য আনন নেমতন্ন করেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।