আমাদের কথা খুঁজে নিন

   

পেছাল ফেইসবুকের ‘বিতর্কিত’ পলিসি

নতুন প্রাইভেসি পলিসি এখনই চালু হচ্ছে না বলে হাফিংটন পোস্টকে নিশ্চিত করেছেন ফেইসবুকের এক মুখপাত্র। ওই মুখপাত্রের দেওয়া বক্তব্য অনুযায়ী, বর্তমান প্রাইভেসি পলিসিতে পরিবর্তন আনার কোনো প্রয়োজন আছে কি না, তা আবার খতিয়ে দেখছে ফেইসবুক। পুরো প্রক্রিয়াটি শেষ হবে দু-এক সপ্তাহের মধ্যেই।
ফেইসবুক প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিজ্ঞাপন ব্যবসায় ব্যবহার করবে, এই আশঙ্কায় ফেইসবুকের প্রাইভেসি পলিসি নিয়ে অনেকদিন ধরেই সোচ্চার রয়েছে একাধিক সংগঠন। সস্প্রতি প্রাইভেসি পলিসিতে নতুন পরিবর্তনের ঘোষণা দিয়ে ব্যবহারকারীদের রোষের মুখে পড়েছিল ফেইসবুক।


বৃহস্পতিবার চালু হওয়ার কথা ছিলো নতুন প্রাইভেসি পলিসির। কিন্তু প্রাইভেসি পলিসি নিয়ে সোচ্চার সংগঠনগুলো মার্কিন ফেডারেল ট্রেড কমিশনের কাছে এক চিঠির মাধ্যমে অভিযোগ করায় পিছিয়ে যেতে বাধ্য হয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।
কমিশনের কাছে লেখা ওই চিঠিতে সংগঠনগুলোর অভিযোগ, নতুন প্রাইভেসি পলিসি চালু হলে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য এবং ছবিগুলো কোনো অনুমতি ছাড়াই নিজেদের ইচ্ছেমতো বিজ্ঞাপন ব্যবসায় ব্যবহার করার সুযোগ পেয়ে যাবে ফেইসবুক।
ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি বা পোস্ট অনুমতি ছাড়া ব্যবহার না করার ব্যাপারে কমিশনের সঙ্গে আগেই এক সমঝোতায় আসতে বাধ্য হয়েছিল ফেইসবুক।
এর আগেও ফেইসবুকে ব্যবহারকারীদের আপলোড করা সব কন্টেন্ট ফেইসবুকের মালিকানায় থাকবে, এমন ঘোষণা দিয়ে গ্রাহকদের রোষের মুখে পড়েছিল সাইটটি।

আদালত পর্যন্ত গড়িয়েছিল সেই ঘটনা। শেষ পর্যন্ত আদালতের রায়ে হার মানতে বাধ্য হয়েছিল ফেইসবুক কর্তৃপক্ষ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.