জোনাকের লেখা পড়ে মনে পড়লো অনেক দিন আগের এক ঘটনা.......
গন্তব্য ব্যাংগালোর থেকে বাংলাদেশ.......ছুটিতে দেশে যাচ্ছি........একসাথে ৬ জন.....খুশিতে আটখানা.......
যাইহোক রাতে লাফালাফি করতে করতে ব্যাংগালোর থেকে ট্রেনে উঠলাম রাতে .... সারা রাতের জার্নি .....কেন জানি কিছুটা অফ মুডে ছিলাম......ট্রেনে উঠেই ঘুম......সকালে পৌছালাম মাদ্রাজে.....সেখান থেকে ট্রেন আবার সকাল ৮ টায়.... ব্যাগ গুলা লকারে রেখে সবাই মিলে যাচ্ছি নাস্তা করার জন্য......
মাদ্রাজ স্টেশানের বাইরে ডান দিকে কিছু দূর গেলেই বেশ কিছু ভালো খাবারের দোকান আছে......সেখানেই আবার লোকাল বাস ডিপো......লোকাল বাস গুলো ওখানে এসেই জমা হয় আবার ওখান থেকেই ছেড়ে যায়.......
যাই হোক যে রাস্তা পার হয়ে ওপারে যেটে হবে সেটাই বাস গুলির জন্য যাওয়া আসার রাস্তা........
মনের আনন্দে রাস্তা পার হচ্ছি.....আইল্যান্ডের উপর দাড়িয়ে কি যেন মনে হতে পেছনে ডান দিকে তাকালাম...... দেখলাম একটা বড় সড় বাস টার্মিনালে ঢুকছে.....বাস ডুকছে বাসের মতো আমার হেডেক কি মনে করতে করতে বাকি রাস্তা পার হবার জন্য যেই পা বাড়িয়েছি বামে তাকাতেই দেখি এক বাইক ছুটে আসছে ....... তাড়াতাড়ি পা সরিয়ে আইল্যান্ডে উঠতেই তাল হারালাম এরং অপজিটে পড়ে যেতেই যে বাসটিকে টার্মিলালের দিকে যেতে দেখছিলাম সেটির বডির সাথে ঘষা খেয়ে বাস আর আইল্যান্ডের চিপার মাঝে.....শুধু মনে হয়েছে পেচনের চাকা দুইটা আসছে এখুনি সরতে হবে... কি ভাবে যে গড়ান দিয়ে আইল্যান্ডের ও পারে গিয়েছি তা নিজেও জানি না......একটু পরে হুশ আসতেই দেখলাম চার পাশে ভীর.......
বন্ধু গুলি এসে পাশে নিয়ে গেল.....পুলিশের প্রশ্ন পাবলিকের প্রশ্নের উত্তর দিতে দিতে মনে হচ্ছিল রাস্তায় পড়ে থাকাই মনে হয় ভালো ছিল........
সমস্ত জার্নি টাতেই শক্ এর মাঝে ছিলাম........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।