``চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।' -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)
একটি পোস্টমর্টেম রিপোর্ট
এক জীবনে পূর্ণতা নেই
শূণ্যতাও নেই-
একদলা মাটি গুটিকয় বীজ আর
একটু আর্দ্রতা
স্থাপনের উপযোগী ভূমিটাকে
নিরাপদ খুঁজে খুঁজে
এবং খুঁজতে খুঁজতে
লিকলিকে চারাটাতে হরিদ্রার বসত;
এভাবেই জন্ম খোঁজে আরেকটি জীবন।
একেই কি স্বপ্ন বলে?
একটি আত্মহত্যার পোস্টমর্টেম রিপোর্টে
প্রাথমিক মন্তব্যটা লিখা হয় এভাবে-
লক্ষণ- হৃদযন্ত্রের মাত্রাতিরিক্ত অবসাদ
কারণ- অতিমাত্রায় প্রাপ্তিশূন্যতা
ফলাফল- স্বপ্নের জটিল বিষক্রিয়া
মন্তব্যের ফুটনোট ছিলো-
নমূনা এখনো হস্তান্তরযোগ্য নয়
চূড়ান্ত রিপোর্ট অসম্পূর্ণ। #
(২৭/০৭/২০০৭)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।