আমাদের কথা খুঁজে নিন

   

একটি স্বকাতর জিজ্ঞাসাঃএকটি স্বাধীনদেশের মুক্তিযুদ্ধকে যদি এই প্রজন্মের কেউ ভারত-পাকিস্থানের যুদ্ধ বলে তাকে কি বলব? মুক্তিযুদ্ধকে অস্বীকার করা পোস্ট এখন কিভাবে ব্লগে আসে ??

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

রাজাকার?? তাতে এইসকল রাজাকারদের সহজ যুক্তি আছে, তাদের জন্ম মুক্তিযুদ্ধের পড়ে । রাজাকারের বাচ্চা?? তাতে ব্লগের সুশীলরা কিংবা অনেকেরই কঠিন যুক্তি পিতার অপরাধে সন্তানকে দোষী করা ঠিক নয় । আমিও মানি ।

চোরের পোলারে চোরের বাচ্চা বলা ঠিক নয় । সেতো চোর নাও হতে পারে!! কিন্তু সমাজ বড় নির্মম । পতিতার সন্তানকে তাই সমাজ জারজই বলে কিংবা খানকির পোলা । তবে কি বলব ?? এই সকল বিশ্বাসঘাতক গাদ্দারদের ?? এবং সহমহিমায় যে বাংলাদেশের নাগরিক উচ্চসিত হয়ে বলে, ইহা ভারত-পাকিস্থানের যুদ্ধ । আর তাদের পেয়ারের পাকিস্থান বাংলাদেশের কাছে নয় ভারতের কাছে মাথানত করেছে !!! দেখুন তেমনি একটি পোস্ট মিরাজ সাহেবের প্রবন্ধই প্রমান করে বাংলাদেশ যুদ্ধাপরাধীর বিচার করতে পারেনা ।

আশা করি ব্লগ কর্তৃপক্ষও মনদিয়ে পড়বেন এবং সিদ্ধান্ত নেবেন , এমন পোস্ট ব্লগের শোভা বর্ধন করবে কিনা ??? পোস্টের তথ্য প্রমানের ভুল ব্যাখ্যাও আছে , তবে সেটা নিয়ে কথা বলতে আমার আপত্তি আছে । অন্ধকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দেবার ঐশ্বরিক শক্তি ইশ্বর আমাকে দেননি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.