আদর্শটাকে আপাতত তালাবদ্ধ করে রেখেছি...
নচিকেতার একটি গান উই শেল ওভারকাম সামডে। এক বুড়োর স্বপ্নপূরন নিয়ে।
একদিন গ্রামবাসী দেখল এসে
বিরাট পাহাড় গেছে ধুলোয় মিশে
সেখানে দিয়েছে দেখা এক সরোবর
কত পাখি গান গায় তীরে বসে
বোকা বুড়ো মরে পড়ে আছে সেখানে
পাখিরা গাইছে তার সেখানো সে গান - উই শেল ওভারকাম.....
খালি এ কটা লাইনই মনে আছে। গানটা শোনার খুবই ইচ্ছে করছে। কারও কাছে লিংক থাকলে দিলে ভাল হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।