থিওরি আর বাসতবে অনেক ফারাক সরকারে এসে বুঝছি -ড. জিললুর
এরা আমগো বুদধি জীবি, জ্ঞান দেয়, বড় বড় কথা কয়। এই কারনেই দেশের এই অবসথা।
এই জিনিষ তার এতদিনে বুঝে আর আমরা ভারসিটি থিকা বাইর হইয়াই বুঝছি।
ব্যাটারা থিওরি খাইয়া কোন ধানদা ছাড়া মাসটারি শুরু করে আর পোলাপানগোরে গাইলায়।
আইতা জুতা তলি খসাইয়া রাসতায় তাইলে বহু আগেই বুঝতা যে থিওরি আর বাসতবে কত ডিফার আর তোমরা বালেরা আমগোরে কি পড়াও যার সাথে বাসতবে কি মিল?
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।