আমাদের কথা খুঁজে নিন

   

বিরুদ্ধ স্রোতে যারা চলতে চান তাদের জন্য নতুন গ্রুপ: স্রোতের বিরুদ্ধে...

হয়তো আমি কোন কিছু সম্পর্কে নিশ্চিত নই

আপনি যদি চলতে চান বিরুদ্ধ স্রোতে, যদি চান নিত্যনতুন আইডিয়া সৃষ্টি এবং সেগুলো শেয়ার করতে, প্রদর্শন করতে আপনার সৃজনশীলতা- তাহলে এই গ্রুপে আপনাকে স্বাগতম। স্রোতের অনুকূলে চলা মানুষের প্রকৃতিগত স্বভাব। তারপরও কিছু মানুষ থাকেন যারা স্রোতকে চ্যালেঞ্জ করে এগিয়ে যেতে চান প্রতিকূলের দিকে। এই মানুষগুলোর জন্যই পৃথিবী আস্তে আস্তে সমৃদ্ধশালী হতে থাকে, সৃষ্টি হয় নতুন সম্ভাবনার, আবিষ্কৃত হয় নতুন নতুন প্রযুক্তি, দিগন্ত। এই গ্রুপব্লগটি তাদের জন্যই যারা চলতে চান স্রোতের বিরুদ্ধে, ভার্চুয়ালি।

আমরা প্রতিনিয়তনই নানা চিন্তা ও কাজের মুখোমুখি হই, যেগুলোর অধিকাংশই গতানুগতিক। এই গ্রুপব্লগে গতানুগতিকার বাইরে ব্লগাররা যা ভাবেন, সেগুলো প্রকাশিত হবে। ভাবনার বিষয় যে কোনোকিছুই হতে পারে। শুধু চিন্তাটা গতানুগতিকতার বাইরে হতে হবে। আর ভাবনাটি যে বিষয়েই হোক না কেন, তাতে অবশ্যই যুক্তি থাকতে হবে।

প্রমাণিত হবে কি-না, সেই ভাবনা না ভেবে যুক্তিসম্মতভাবে লেখা উপস্থাপন করতে হবে। তবে যুক্তি যেনো কখনো ফ্যালাসি না হয়! পাশাপাশি এই গ্রুপব্লগটি হবে আইডিয়া সৃষ্টির একটি প্লাটফর্ম। অর্থাৎ নতুন ভাবনা জন্ম দিবে সৃজনশীলতারও। উদাহরণস্বরূপ- কেউ হয়তো ভাবতেই পারেন, গাড়ির চাকা ফুটবলের মতো হলে অনেক সুবিধা পাওয়া যাবে। কিন্তু গাড়ির চাকা ফুটবলের মতো হলে কী কী সুবিধা পাওয়া যাবে, তা উল্লেখ করতে হবে।

আবার এই গ্রুপব্লগটি হতে পারে বিকল্প সাহিত্যচর্চার ক্ষেত্রও। লিটল ম্যাগাজিন যেমন প্রচলিত সাহিত্যধারাকে চ্যালেঞ্জ করে পরীক্ষা-নীরিক্ষার মাধ্যমে এগিয়ে যায়, এখানেও তেমনটি করা যাবে। প্রচলিত যে কোনো বিষয়কেই চ্যালেঞ্জ করে বিরুদ্ধ যুক্তি নিয়ে লেখা তৈরি করা যাবে এই ব্লগে। পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে ব্যতিক্রমী ও অপ্রচলিত বিষয় নিয়ে গবেষণা হচ্ছে, সেগুলোর কথাও আসতে পারে এই ব্লগে। শুধু লক্ষ রাখতে হবে লেখাটি যেনো কোনো না কোনোভাবে প্রচলিত ধ্যানধারণাকে চ্যালেঞ্জ জানায়।

খুব বেশি প্রয়োজন না হলে মডারেটর লেখায় বা মন্তব্যে বা ছবিতে অর্থাৎ লেখকদের লেখা-স্বাধীনতায় হাত দেওয়া হবে না। ব্লগারের লেখা ও মন্তব্যের মানই নির্ধারণ করবে এর স্বাতন্ত্র‌্য। তবে গালাগালি ও অশ্লীলতা থাকলে সেগুলো মুছে ফেলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে এই বিষয়টির প্রতি লক্ষ রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। এছাড়া কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠিত আদর্শবাদকে কেন্দ্র করে এই গ্রুপব্লগটি আবর্তিত হবে না, তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনো ভাবনা, আইডিয়া বা লেখা এখানে প্রকাশিত হবে না।

এই ব্লগ কাজ করবে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, একটি সৃজনশীল-উদ্যমী-নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। ক্লিক করুন এখানে: স্রোতের বিরুদ্ধে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.