আমাদের কথা খুঁজে নিন

   

শ্রমিকরা এখন জাগছে- বিএনপি আওয়ামী লীগ, উভয়ই সাবধান

তারুণ্যের শক্তিতে জাগুন এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল সাভারে শ্রমিকরা মিছিল করছে এমপি মুরাদ জং এবং মেয়র রেফাতউল্লার বিরুদ্ধে। ভবন মালিক সোহেল রানা যুবলীগ করতো এবং তার সাথে মুরাদ জংএর সখ্যতা আছে সেটা স্পষ্ট। শেষ মূহুর্তে মুরাদ জংই সোহেল রানাকে ভবন থেকে উদ্ধার করে পালাতে সহায়তা করেছিল। এটা সবাই জনে।

রেফায়েত উল্লাহ পৌর মেয়র। তার এলাকাতেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। আর ভবন নির্মানের অনুমতি সে দিয়েছে- অতএব সে দায় এড়াতে পারে না। শ্রমিকরা মিছিল করছে মুরাদ এবং রেফায়েত উল্লার বিরুদ্ধে। মুরাদ আওয়ামী লীগের এমপি, রেফায়েত উল্লা বিএনপির মেয়র।

সোহেল জায়গা দখল করেছে বিএনপির আমলে কারণ সে ছিল বিএনপির নেতার মেয়ের জামাই। মুরাদ সেটাকে প্রশ্রয় দিয়েছে। পালানোর সময় সোহেল রানা যে বাড়ীতে আশ্রয় নিয়েছিল সেটি স্থানীয় বিএনপি সমর্থকের বাড়ী। অতএব বোঝা যায় যত জঞ্জাল সব বিএনপি আর আওয়ামী লীগে। আর শ্রমিকদের আন্দোলন চলে যাচ্ছে বিএনপির মেয়র ও আওয়ামী এমপির বিরুদ্ধে।

ষড়যন্ত্র চক্রান্ত যাই থাকুক- বিএনপি এবং আওয়ামী লীগ কারো জন্য এটা সুখকর নয়। আমি অবশ্য মনে করি এই সুখকর না হওয়াটাই ভাল। জনতার সংগ্রাম জনতাই করে এবং সেখান থেকেই বের করে আনে সৃজনশীল ধারা। অতএব-- জাগিছে জনগণ-- সাধু সাবধান। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.