আমাদের কথা খুঁজে নিন

   

উত্তরবঙ্গের সব টিটিসিতে ইংরেজি ও কোরীয় ভাষা শিক্ষার কোর্স চালুর নির্দেশ

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে

উত্তরবঙ্গ থেকে আরো বেশি জনশক্তি বিদেশে পাঠানোর লক্ষ্যে ওই অঞ্চলের সবক'টি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ইংরেজি, কোরীয়সহ বিদেশি ভাষা শিক্ষার কোর্স চালুর নির্দেশ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী। শুক্রবার বগুড়া কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন। শুক্রবার এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়। উপদেষ্টা বলেন, "দারিদ্র্য ঘুচাতে এবং আরো উন্নতির দিকে এগিয়ে যেতে উত্তরবঙ্গ থেকে যত বেশি সম্ভব দক্ষ জনবল বিদেশে পাঠাতে চাই। অদক্ষ শ্রমিকরা বিদেশ গিয়ে নানা রকম সমস্যায় পড়েন। এজন্য বিদেশগামী কর্মীদের কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের ভাষায় দক্ষ হতে হবে। আর এ এলাকার উন্নয়নের স্বার্থে টিটিসির সব কর্মকর্তাকে এ বিষয়ে কাজ করতে হবে।" তথ্যসূত্রঃ বিডিনিউজ২৪.কম

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.