ওকে কাঁদতে দাও
নির্মোহ আকাশের মতো
প্রতিদানাশাহীন অবিরাম নিয়মে
বিলিয়ে অশ্রু যে আপনি বিভোল...।
অসহ্য, ইমাম, রাজনীতিবিদ
এবং যাদের রয়েছে অপ্রতুল ক্ষমতা
কিছু বদলে দেবার
তাদের নপুংশক নীরবতা,
ব্যার্থতা এবং গ্লানিকর আত্মসর্মপনে
অঝোরে কাঁদছে যে---
তাঁকে কাঁদতে দাও।
অশ্রুর ভীষন দাগে গাল ভিজিয়ে
ঝড়ে অবিরত........
শ্মশ্রু বেয়ে পাহাড়ের বুক,
পথরও গলে গলে যায়---
অশ্রুর মহাসাগর ফেঁেপ ওঠে অভিমানে।
ধ্বংসের মহাপ্লাবন
নূহের মতো যদি নিশ্চিহ্নও করে সভ্যতা
তবুও বুঝি ক্ষমা পাবার নয়---
ওঁ যে কাঁদছে এখনো....
কারবালার কবি
নিঃসঙ্গ একাকী কবরে
সন্মূখে লয়ে খোলা কোরআন--
কাঁদছে কাঁদছে অবিরাম।
ওহে নির্বোধ
এইতো সময় জেগে ওঠার
মহাপ্লাবনের আগে, নূন্যতম বাঁচাতে নিজেকে
মুছে দাও তাঁর অশ্রু কারণ..
মিটিয়ে দাও সকল ব্যর্থতা আর
গ্লানিকর আত্মসমর্পনের কাফফারা
শোধরাতে নিজেকে ঝড়াও রক্ত
আপন সু শোভিত দেহবল্লরী থেকে----
দশই মুহররম..
হোসেনী নিশানায় এইতো শেখায় আমাদের।
মুক্তির দিশা
বেছে নিতে সত্য পথ।
আপোষহীন সত্য প্রতিষ্ঠায়
প্রয়োজনে হর ওয়াক্ত হোক কারবালা
ইমাম হোসেন, মহান প্রিয়তম নেতা আমাদের
শিশু আসগর.. মেহেদী রাঙ্গা সখিনা
আর সকল শোহাদায়ে কারবালা গণের... এইতো ইশারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।