আমাদের কথা খুঁজে নিন

   

একটি প্রতিবেদন

/

রাজপথে সাইরেন। প্রথমে দমকল গাড়ি, পেছনে একটু দেরীতে এম্বুলেন্স। যথারীতি অযুত লোকের হুলুস্থুল। অয়িমতান্ত্রিক লোকদের ঠেলে সরাতে শৃঙ্খলাবাহিনীর বাঁশি, শোরগোল। টেলিভিশনের নব ঘোরাতে ধারাভাষ্যরত সাংবাদিক।

লাল আগুন, হলুদ আগুন। আহাজারি ফ্লাশব্যাক। ক্যামেরা আট তালাতে চড়লে আগুন নয় তালাতে পা দেন। কমিটি গঠিত হচ্ছে, একজন জানালেন। ভ্রামানিক লোকদের প্রারম্ভিক উৎসাহ ক্রমশঃ ক্ষীয়তর।

রোনাজারি, হল্লা, চিৎকার, সাংবাদিক, ক্যামেরা ম্যান, মিডিয়ার পদভার। অস্থির হয়ে আগুন এলানো কাপড় আংশিক গোটায়। ক্রন্দনরত মহিলারা এই ফাঁকে চোখ শুকিয়ে নেয়। বাকীদের হাই ওঠায় তাদের আবাসস্থলে ফিরবার জন্য মনস্থির করে। সর্বস্ব খোয়াদের হাতে ভাগ্য পৌনপুণিকভাবে অভিশাপদুষ্ট হয়।

অদৃশ্য বিধাতা সভ্যহীন মানুষের খিস্তি খেউড়ে পাত তাড়াতাড়ি সরে পড়েন। শুধু দুই সদস্যবিশিষ্ট কমিটির অন্ধকারে একটু বেমানান গোঙানি শোনা যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.