যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
সামহোয়ারের নীতিমালার ১ক ধারাটি "বাক স্বাধীনতা প্রসঙ্গ"। এখানে যা বলা হয়েছে তা হচ্ছে, "সামহোয়্যার ইন ব্লগের যাত্রা শুরু হয়েছিলো সাধারণ মানুষের কথা বলার একটি স্বাধীন মঞ্চ হিসাবে, যেখানে সবাই তাদের চিন্তা, মতামত, সৃজনশীলতা বিনিময় করতে পারবে। চিন্তাধারা যতই চরম-পন্থী(radical) কিংবা রক্ষণশীল(conservative) হোক না কেন, তার স্বাধীন মত প্রকাশকে আমরা সমর্থন করি, যতক্ষণ না তা রাষ্টীয় আইন বা অন্যের ব্যাক্তি স্বাধীনতা লঙ্ঘন করে।"
আন্ডারলাইনে যে ধারাটা রয়েছে তার মধ্যে বোল্ড অংশটুকু হ্চছে যতক্ষণ না তা রাষ্টীয় আইন বা অন্যের ব্যাক্তি স্বাধীনতা লঙ্ঘন -------- করে। আমি এই ড্যাশ চিন্থিত জায়গায় এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অবমাননা এই পাঁচটি শব্দকে সংযুক্ত করার আহবান জানাচ্ছি।
অর্থাৎ এটা হবে এমন
"..... যতক্ষণ না তা রাষ্টীয় আইন বা অন্যের ব্যাক্তি স্বাধীনতা লঙ্ঘন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অবমাননা করে"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।