আমাদের কথা খুঁজে নিন

   

কাঙ্ক্ষিত বলয়ে স্বপ্নসাধ

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

তিন-চতুর্থাংশ ঘিরে জলে একাকার পৃথিবীর মানচিত্র- তবুও চাতক খোঁজে বর্ষার বারিধি। আতপে পুড়বে মুখ ভয় না করেই নিরলস চেয়ে থাকে সূর্যমুখী প্রার্থিত সূর্যের দিকে। স্বপ্নের কুটিরে গড়ে আশার ঝরোকা ম্রিয়মান বিদগ্ধ সাধক। শুধু তুমি আসবে বলেই। বাড়ন্ত শিশুর মৃদু পদক্ষেপ অনাগত ভবিষ্যতের সীমানা টানে; ছুঁয়ে যায় ভরাবুক মা-বাবার মন। জীবনের ব্যানারে আল্পনা আঁকে স্বপ্নের বাসর গড়ে চপলা কিশোরী। তোমার কাঙ্ক্ষিত মুখে চাঁদমুখ গড়বে বলেই শিল্পীর দু'হাত থাকে সিদ্ধহস্ত। স্বপ্নীল আকাশ যাচে ধ্রুবতারা সাধনার অন্তরালে উঁকি দেয় চাঁদ। ফলবতী হবে বলেই কর্ষিত জমি যাচে অধিক উন্নত বীজ। হে আমার কাঙ্ক্ষিত সুন্দর! ভাবের ললাটে বাসনার সাক্ষ্য শ্বেতচন্দন মাখবো কতোকাল! কতোকাল রাখবো বা খোলা দক্ষিণের জানালা কাটবে বিনিদ্র রাত অনাবৃত চোখের তারায় কতোকাল! আর কতোকাল! ২৮.০৩.১৯৮৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.