বলিউডের 'রাজনীতি' ছবিতে ক্যাটরিনাকে একজন রাজনীতিবিদের চরিত্রে দক্ষ অভিনয় করতে দেখে মৌসুমীর মনেও সাধ জেগেছিল তেমন একটি চরিত্রে অভিনয়ের। অবশেষে সেই কাঙ্ক্ষিত চরিত্রের দেখা পেলেন তিনি। তাকে একজন রাজনীতিবিদ হিসেবে দেখা যাবে বড় পর্দায়। দিলশাদুল হক শিমুল পরিচালিত 'লিডার' ছবিতে মৌসুমী অভিনয় করছেন এই চরিত্রে। চলচ্চিত্রের গল্পে একজন সক্রিয় নারীনেত্রী হিসেবে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করবেন এবং প্রতিপক্ষের সব ঘাত-প্রতিঘাত আর প্রতিহিংসাকে মোকাবিলা করে রাজনীতিবিদ হিসেবে সফলতা লাভ করবেন।
'লিডার' ছবিতে আরও অভিনয় করছেন ওমর সানী, ফেরদৌস, মতিন রহমান, আহমেদ শরীফ, সোহেল খানসহ অনেকে। মৌসুমী বলেন, রাজনীতিবিদ মানেই জনপ্রতিনিধি। দীর্ঘদিন ধরে এই চরিত্রটি রূপায়ণের সুযোগ খুঁজছিলাম। অবশেষে 'লিডার' ছবিতে কাঙ্ক্ষিত চরিত্রটি পেয়ে অনেক যত্নে গড়া ইমেজের কথা মাথায় রেখে একজন রাজনীতিবিদের গেটাপ মেকাপে নিরপেক্ষতা বজায় এবং চরিত্রে নতুনত্ব আনার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, প্রথমবারের মতো এই চরিত্রে দর্শক আমাকে পছন্দ করবেন।
নির্মাতা বলেন, মৌসুমীর মতো বড়মাপের একজন অভিনেত্রীকে নিয়ে কাজ করতে গিয়ে আমার মনেই হয়নি আমি নতুন পরিচালক। কারণ, মৌসুমী আমাকে খুব সহযোগিতা করে অভিনয় করেছেন। প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে তাকে। এই কারণে 'লিডার' ছবিটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।