ইমরোজ
রাজনীতি খারাপ কিছু না। এর নাম শুনলে আটকে ওঠার কিছুই নেই। আমাদের দেশের রাজনীতিতে দূর্নীতি ও দূর্বৃত্তায়ন হয়েছে। কিন্তু সভ্য দেশে তা হয় না বলেই, রাজনীতির জোরেই সভ্যতা টিকে আছে। রাজনীতি না বলে বলি গণতন্ত্রের জোরে।
গণতন্ত্র এমনি একটি সিস্টেম যা অনেক অনেক দিন ধরে চর্চা করার ফলে আয়ত্তে আসে। আমাদের দেশে যেভাবে গণতন্ত্রকে ব্যাহত করা হয় সেইভাবে জীবনেও এটি প্রতিষ্ঠিত হতে পারবে না, এবং আমাদের দেশে গন্ডোগল লেগেই থাকবে। সুষ্ঠু গণতন্ত্র যে দেশেই আছে, সেই দেশেই তাকে পারি দিতে হয়েছে অনেক রক্তাক্ত পথ। একসময় এসে রক্তপাত কিন্তু বন্ধ হয়ে যায়।
গণতন্ত্রের মাযেজা আমাদের দেশের কমবুদ্ধি সম্পন্ন হুজুগে লোক বুঝতে চায় না।
স্বার্থান্বেষি আর্মি ক্ষমতায় প্রথমেই এসে আঙ্গুল তুলে দেখিয়ে দেয়, দ্যাখো গণতন্ত্রের ধর্তাকর্তারা দেশ চালাতেই পারে না। কেউ কি একবার ভেবে দেখেছেন? একটি বছর এই সরকার কতগুলো কেলেঙ্কারীতে নিজেদের জড়িয়ে ফেলেছেন?
আর্মিরা যে লুটপাট করছে তা আজ স্পষ্ট। সেনা-প্রধান আজকে বললেন, শাকসবজি বেশি করে খেয়ে ভাতের উপর থেকে আমাদের চাপ কমাতে হবে, যা সাইফুর রহমানের "আলু তত্ত্ব" এর মতই। তাহলে পার্থক্যটা থাকলো কোথায়?
এত এত চাল ত্রাণের নামে এসেছে, সেগুলো কোথায়? কোথায় গ্যালো তারেকের দূর্নীতি করা হাজার হাজার কোটি টাকা ফিরিয়ে আনা? সেসব টাকা গুলো কে খাচ্ছে? আমাদের এত অভাব কেন আজও? একটু ভেবে দেখুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।