ঢাকা: মিশরে সেনাপ্রধান জেনারেল আবদের ফাত্তাহ আল শিশির নামে নিজের গাধার নাম রাখায় মিশরের এক কৃষককে আটক করা হয়েছে। শনিবার দেশটির সরকারি সংবাদ মাধ্যম মিনায় এ খবর প্রকাশিত হয়।
মিনা জানায়, শুক্রবার রাতে ওমর আবু আল মাগদ আলি আল সাগির নামের ৩১ বছরের ওই কৃষককে মিশরের কুয়েনা প্রদেশ থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে সেনাপ্রধান শিশিকে অসম্মান করার অভিযোগ আনা হয়েছে। সাগির তার গাধার পিঠে চরে তার গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পর তাকে আটক করা হয়।
তার এ কর্মকাণ্ডকে সেনাবাহিনীর জন্য সরাসরি অপমান হিসেবে দেখা হচ্ছে।
গত ৩ জুলাই সেনাপ্রধান শিশির দ্বারা ক্ষমতাচ্যূত হন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে। কিন্তু মিশরের সাধারণ মানুষের কাছে তার জনপ্রিয়তিা এখনও অটুট রয়েছে। এখনও অনেক দোকান, যানবাহন এবং লোকজনের ঘরে দেয়োলে শোভা পাচ্ছে তার ছবি। মুরসির পতনের পর অন্তর্বর্তী সরকার তার দলের নেতা কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে ব্যাপক দমনাভিযান চালায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।