এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।
ছবিটিতে যে গরুটি দেখা যাচ্ছে, সেটি কোরবানীর উদ্দেশ্যে আমার প্রথম কেনা গরু।
গতকাল গরুটি তালতলা হাট থেকে কিনলাম। পরিবারের ছোট ছেলে কিনা, তাই সব বিষয়ে দায়িত্ব নিতে নিতে দেরী হয়ে যায়। যাক গে, সমস্যা হচ্ছে পরিবারের বড় ভাইয়েরা আস্তে আস্তে সবাই দেশের বাইরে সিফট হয়ে যাচ্ছে।
দুঃখ পাই আগের মতো ঈদের আনন্দ পাই না। আগামী কাল আমার অনেক কাজ। ঠিকমতো সবার মধ্যে মাংস বিতরন করতে হবে। ঠিক ঠাক তিন ভাগ (যা শুনেছি)।
সবাই-কে কোরবানী ঈদের শুভেচ্ছা।
শুনছি, গরুর দাম কমতির দিকে যারা এখনো গরু কেনেন নি, তাড়াতাড়ি হাটে ছুটুন। এটাই তো এই ঈদের শ্রেষ্ঠ মজা। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।