আমাদের কথা খুঁজে নিন

   

সূর্যের একচ্ছত্র অধিকার অস্তের পূর্বে

সামুদ্রিক বিভ্রম

বাকী ছিলো ফের জানলার কার্নিশে সঙ্গমোদ্যত আরশোলার চোখের জ্যোতিতে সময়গ্রন্থির বিরামহীন উদ্ভাসন;তোমার শাড়ির আঁচলে ইতিহাসের যে দিনলিপি লেখা আছে বিদ্যমান গোধূলী দিয়ে তাকে যদি পারো রাঙিয়ে দাও;সামনে অধীর সান্ধ্যকালীন অন্ধকার। চায়ের কাপে পিপঁড়ের কোরাশ সঙ্গীত; অমর কাব্য হাতে দাঁড়িয়ে হে অনন্ত অনল,কার্নিশে অপেক্ষমান ঐ পুরুষের আকাঙ্খা কি তুমি জান না? প্রেমিকার শাড়ির বিরুদ্ধতা এখনও যে ভুলে নাই। দিন শুরু হয়ে যায়,রাত্রির আগে সূর্যের একচ্ছত্র অধিকার অস্তের পূর্বে অন্তত একবার ইতিহাস থেকে উঠে এসে প্রমান দাও আসলে গোধূলী টধূলী কিছু না,তুমি,শুধু তুমি নারী,যদি এসে সামনে দাঁড়াও আঁচলের আচ্ছাদন খুলে মুহূর্তেই বর্তমানের শরীর থেকে কালো-কপোতের দুঃস্বপ্ন যাবে কেটে-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।