আমার এই পথ চাওয়াতেই আনন্দ
আজ থেকে ব্লগে আমি একটি জীবনী লিখব বলে ঠিক করেছি। জীবনীটা কোন বিখ্যাত বা বিশেষ ব্যক্তির নয়। সম্পূর্ণ অজানা অচেনা এক মহিলা। যিনি প্রায় ৮০ বছর বয়সে ২০০৭ এর ঊষা লগ্নে (জানুয়ারি ১) পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। হজ্বের কাগজ পত্র অনুসারে তার জন্মও ১৯২৭ সালের জানুয়ারি ১।
তার সাথে আমার প্রায় ২০ বছরের স্বরণযোগ্য স্মৃতি আছে। অর্থাৎ, তার ষাট বছর বয়স হতে, আমার সাথে তার যোগাযোগ। আমি নিজ অভিজ্ঞতা থেকে বলতে পারি, বৃদ্ধ বা বৃদ্ধাদের অন্যের সাথে, (বিশেষ করে ছোটদের সাথে) অতীত অভিজ্ঞতা বা স্মৃতি বর্ণনা করার একটা প্রবনতা সবসময় থাকে। সেই প্রবনতা থেকেই হয়ত, আমার সাথে সব সময় তার অতীতের অনেক কথা বার বার বলেছিলেন। আমি সব সময় বয়স্কদের, অতীতগাঁথা মন দিয়ে শুনি।
আমার এক বিশেষ আগ্রহ আছে, অতীতের প্রতি। তিনি জীবিত থাকাতে অনেকবার মনে হয়েছে, তার কাছ থেকে শোনা কথা গুলো লিখে রাখব। কিন্তু, সম্ভব হয় নি। যদিও তার কথা গুলো অনেকের কাছেই তেমন আহামরি কিছু মনে হবে না, যেটা নিয়ে লেখালেখি করা যায়। কিন্তু, এটা এক সাধারণ মানুষের জীবনের অতি সাধারণ কাহিনী।
এটুকু বলি জীবনীটা, আসলে আমার দাদির।
আসছে, জানুয়ারি ১ তারিখে তার প্রথম মৃত্যুবার্ষিকি। ইনশাল্লাহ্ এর মধ্যেই সম্পূর্ণটা শেষ করতে পারব।
~বিবর্তনবাদী~
ঢাকা; ডিসেম্বর ০৫, ২০০৭
একটি অখ্যাত জীবনী- ০১
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।