শুকনো চোখে জল আসে না/ বুকটা শুধু কাঁপে/ জমাট বাঁধা হিম প্রবাহ/ জমছে খাপে খাপে/ উষ্ণ ঈষৎ উতাল হাওয়া/ হাত বাড়াবে যদি/ মাটির শরীর ভেঙে চুরে/ বইবে সাগর নদী। দূরে দূরে মেঘের সারি ছায়ায় ঘেরা মাঠ কোন সুদিনে বসেছিল হাসি খেলার হাঁট সন্ধ্যা প্রদীপ জ্বেলে নীল পশরা মেলে হাওয়ায় হাওয়ায় উতাল ছিল জীবন নদীর ঘাট কত বিদায় হাত নেড়েছে দিনের ওপর দিন বেড়েছে আর বেড়েছে দেনা একটি খাঁচায় একটি পাখি কত জনের কেনা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।