- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
কেনো জানি না ভীষণ অস্থির লাগছে সেই দুপুর হতে। আবার হয়তো জানি কেনো! মননশীল আমার অবস্থা এই-ই।
তোমার জন্য সিন্ধুর নীল
আরো হবে স্বপ্নীল,
উদাস দুপুরে রাখবো শর্ত
গাইবে সোনালী চিল।
তোমার যতো ভুল সব
নিমিষে হবে ফুল,
তবু ভালোবাসি শুধু তোমায়
নিশিদিন সারাবেলা।
তোমার জন্য মরুর বুকে
আবেশ ছড়াবে সবুজ,
তোমার জন্য শান্ত নদীটা
হয়ে যাবে আরো অবুঝ।
তোমার যতো ভুল সব
নিমিষে হবে ফুল,
তবু ভালোবাসি শুধু তোমায়
নিশিদিন সারাবেলা।
তোমার জন্য রাতের মহাকাল
হাজার তারা ঝিকমিক,
দস্যু ছেলেটা পথ হারিয়ে
হাঁটবে দিকবিদিক।
তোমার যতো ভুল সব
নিমিষে হবে ফুল,
তবু ভালোবাসি শুধু তোমায়
নিশিদিন সারাবেলা।
তোমার জন্য সিন্ধুর নীল
আরো হবে স্বপ্নীল,
উদাস দুপুরে রাখবো শর্ত
গাইবে সোনালী চিল।
তোমার যতো ভুল সব
নিমিষে হবে ফুল,
তবু ভালোবাসি শুধু তোমায়
নিশিদিন সারাবেলা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।