একটি জাগ্রত কবিতা
**********************
* জাগ জাগ জাগ বাঙালি
এম, জি, আর মাসুদ রানা
জাগ জাগ জাগ বাঙালি
শুকুনের নাগপাশ ছিন্নমুলে
ওরা মানুষের রক্ত চুষে
জীবন্ত প্রানেরে ত্রাসে হিংশ্র ছোবলে ।
জাগ জাগ জাগ বাঙালি
যালিম শোষকদের পদধলে
ওরা লুটেরা ওরা পশু
নিঃস্বদের দানাপানি কেড়ে গিলে ।
জাগ জাগ জাগ বাঙালি
শ্বাপদের বিষদাঁত উপড়ে ফেলে
মা বোন কে উলঙ্গ করে
ওরাই ক্ষমতার খেতাব খুলে ।
জাগ জাগ জাগ বাঙালি
শয়তানের কালহাত ছিন্ন করে
এঁরাই সমাজ ভেঙ্গে দিয়ে
মানবতা সম্প্রীতির কবর খুঁড়ে ।
জাগ জাগ জাগ বাঙালি
জাগ দুর্দিনের যাত্রি হয়ে
অন্যায় অসত্য ছিন্নমুলে
আমাদের সংগ্রাম চলবে অকুতভয়ে ।
তাই আজি একতার বন্ধনে
এসএস ছুটে যাই কাধে কাধ রেখে
নব ভোর আবার দেখিব বাংলায়
চল চল চল সব সম্মুখ দিকে ।
আর নয় স্বাধীনতা ভূলুণ্ঠিত
ওড়বে এবার বিজয় নিশান
নবপ্রজন্মের ঐ সে আওয়াজ
ধিকে ধিকে চালাও অভিযান ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।