তোমাকে আমার ভালো লেগেছে।
তোমার ঠোঁটের তিলক
চশমায় অবরুদ্ধ পলক
আমার চোখে স্বপ্ন হয়ে জেগেছে।
তোমাকে আমি নান্দনিকতায় দেখেছি।
তোমার আঁখিপলব
সূক্ষ্মাতিসূক্ষ অনুভব
আর সুষমায় মন্ত্রমুগ্ধ থেকেছি।
তোমার মৌতাতে নিমজ্জিত রয়েছি
যে বোধে তুমি কাঁদো
যে সুরে গান সাধো
তার মাধুরিমায় দ্রবীভূত হয়েছি।
তোমাকে আমি নির্মাণ করেছি।
দৃষ্টি ও স্মৃতির সীমাবদ্ধতা দূর করে
নিজের মত করে মন ভরে
তোমার প্রাণবন্ত প্রতিমা গড়েছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।