আমাদের কথা খুঁজে নিন

   

হঠাত খুব বাউন্ডুলে হতে ইচ্ছা করছে...

হঠাৎ শুন্যতা ...................

হঠাৎ খুব বাউন্ডুলে হতে ইচ্ছা করছে। কাগুজে বাউন্ডুলেদের তো চাকরী চলে যায় কার্টুন ছাপতে গিয়ে... আমার কি হবে কে জানে। সরকার সাহেব, আমি একজন সাধারন মানুষ। মাঝে মাঝে মনে বিকার উঠে তাই ব্লগে উল্টাপাল্টা লিখি। ভুল হয়ে থাকলে মাফ করে দিয়েন।

নিজের ইচ্ছার আর্দ্ধেক তো চাকুরী দাতার কাছে বন্ধক রেখেছি বাকি আর্দ্ধেক নাহয় হিতৈসী সরকারের কাছে রাখলাম। প্রানটা তো বেঁচে যাবে, নাকি? আচ্ছা বুদ্ধিটা বন্ধক দেই কি করে বলুন তো। মাইরী বলছি...পথ বাতলে দিন, তাও দিয়ে দেব...তবু আমায় আমার মত থাকতে দিন। কতদিন নিজের আকাশ টাকে দেখি না। চোদ্দ শিকে তো আকাশটাকেও দেখতে পাবোনা......।

আমি এক ভাঙা বাড়ীর ভাঙা বারান্দা পথের মাঝে কুড়িয়ে পাওয়া টাকা আধখানা আমি বিদ্যাসাগর-মাইকেলের মস্তবড় ভুল আমি কিশোরীর হারিয়ে যাওয়া মুক্তো গাঁথা দুল ....................................মুক্তো গাঁথা দুল গানটি যাত্রী কিংবা য়াত্রী (আজকাল আমরা আবার হিন্দী উচ্চারনে বাংলা বলি কিনা...) নামের একটি দলের।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।